header banner

Bihar Government: 'স্বরাষ্ট্র' হাতছাড়া নীতীশের! বিহারে কি আবার ফিরছে 'জঙ্গলরাজ'?

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: কোনো রাজ্যের প্রশাসন নির্ভর করে সেই রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের  উপর। সেই স্বরাষ্ট্র দপ্তর গত ২০ বছর ধরেই ছিল নীতিশ কুমারের হাতে। খুব ধীরে ধীরে অবসান হচ্ছিলো জঙ্গল রাজের। কিন্তু এবার? এতদিন পরে নীতিগত ভাবে নিজের কাছে রাখা স্বরাষ্ট্র দফতর তুলে দিলেন বিজেপির উপ মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর হাতে৷ গত বৃহস্পতিবার বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে শপথগ্রহণ করেন নীতীশ কুমার৷ তাঁর সঙ্গে ওই দিন গান্ধি ময়দানের মঞ্চে মন্ত্রিপদে শপথগ্রহণ করেন ২৬ জন অন্য মন্ত্রীও৷ সেই ২৬ মন্ত্রীর মধ্যে ১৪ জন ছিল বিজেপির৷ অন্যদিকে, জেডি(ইউ) থেকে শপথ নিয়েছিলেন মাত্র ৮ মন্ত্রী৷ যদিও আগামী কয়েক মাসের মধ্যে আরও ১০ জন মন্ত্রী যুক্ত হবেন বিহারের মন্ত্রিসভায়৷ তাতেও কয়েকজন জেডি(ইউ) -এর মন্ত্রী থাকতে পারে বলে মনে করা হচ্ছে৷

{link}

বৃহস্পতিবারের শপথগ্রহণের পরে গত শুক্রবার ছিল মন্ত্রিত্ব বণ্টনের পালা৷ পূর্বতন নীতীশ সরকারের ক্ষেত্রে সবসময়ই স্বরাষ্ট্র দফতর নিজের কাছেই রাখতেন নীতীশ৷ তবে, এবার স্বরাষ্ট্র দফতর দেওয়া হয়েছে এনডিএ সরকারের উপ মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীকে৷ সম্রাট বিজেপি বিধায়কদের দলীয় নেতা৷ অন্যদিকে, উপ দলীয় বিজেপি নেতা বিজয় কুমার সিনহাকে দেওয়া হয়েছে শুল্ক এবং ভূমি সংস্কার দফতর৷

{ads}

Bihar News Bihar Election Nitish Kumar Narendra Modi Amit Shah Bihar New Government Bengali News Nitish Kumar News সংবাদ বিহার নির্বাচন স্বরাষ্ট্র মন্ত্রী

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article