header banner

Modi : কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতা নয়, দাবি মোদীর

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : ভারত-পাকিস্তানের যুদ্ধের এই মুহূর্তে দুটো প্রধান ইস্যু - পাকিস্তান থেকে জঙ্গি নির্মূল করা আর পাক অধিকৃত কাশ্মীর ভারতকে ফেরৎ দিতে হবে। নিউইয়র্ক টাইমসের একটি প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে, ভারত পাকিস্তান সংঘাত ইস্যুতে মার্কিন ভাইস প্রেসিডেন্টের সঙ্গে শনিবার কথা হয় প্রধানমন্ত্রী মোদীর (Modi)।

{link}

সেখানে তাঁর দাবি, কাশ্মীর (Kashmir) নিয়ে আমাদের অবস্থান একেবারে স্পষ্ট। বর্তমান পরিস্থিতির নিরিখে একটাই পথ রয়েছে, তা হল পাক অধিকৃত কাশ্মীর ভারতকে ফিরিয়ে দেওয়া। এটা ছাড়া তাদের সঙ্গে আলোচনার আর কোনও পথ নেই। সেই প্রতিবেদন অনুযায়ী, প্রধানমন্ত্রী আরও বলেছেন, ‘তারা জঙ্গিদের আমাদের হাতে তুলে দেওয়ার কথা বলে, সেই নিরিখে আমরা পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসতে পারি। এটা ছাড়া আমাদের আর কোনও বক্তব্য নেই। আর এই ইস্যুতে কোনও মধ্যস্থতাকারীরও প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না।’

{link}

শনিবার দুদেশের যুদ্ধ বিরতি ঘোষণা হওয়ার পরেও পাকিস্তান ড্রোন ও মিসাইল নিক্ষেপ করেছে। এবার সেই নিয়ে পারদ চড়িয়েছে ভারত। একদিকে সেনাকে ফ্রি হ্যান্ড দিয়ে গুলির বদলে গোলা ছাড়ার নির্দেশ দিয়েছেন মোদী। পাশাপাশি, আবার মার্কিন ভাইস প্রেসিডেন্টকে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ‘পাক অধিকৃত কাশ্মীর ভারতকে ফেরানো হলেই আলোচনা হতে পারে। আর এই ইস্যুতে কারওর কোনও মধ্যস্থতা প্রয়োজন নেই।’ এখন দেখার বল কোন দিকে গড়ায়!

{ads}

News Breaking News Pakistan Modi Operation Sindoor Kashmir সংবাদ

Last Updated :