header banner

Norway : জেলেনোস্কি অপমানের প্রতিশোধ নিতে চাইছে নরওয়ে

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : খনিজ চুক্তি নিয়ে ইউক্রেনের সঙ্গে আমেরিকার মিটিং শুধু ভেস্তে যায় নি, মার্কিন প্রশাসন যথেষ্ট অপমান করেছে ইউক্রেন প্রেসিডেন্টকে। তাতে বেজায় ক্ষুব্ধ ইউরোপীয় ইউনিয়ন (European Union)। ভরা বৈঠকে যেভাবে ট্রাম্প (Donald Trump) প্রশাসনের বিরুদ্ধে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে (Volodymyr Zelenskyy) অপমানের ছবিটা প্রকাশ্যে এসেছে, তাতে আমেরিকার নিন্দায় মুখর ইউরোপের বহু দেশ। তারা সকলেই জেলেনস্কির পাশে দাঁড়িয়েছেন।

{link}

ওভাল অফিসে জেলেনস্কির এই হেনস্তা সহ্য করতে না পেরে নরওয়ের (Norway) একটি সংস্থা বড়সড় পদক্ষেপের পথে হাঁটল। মার্কিন সেনাকে বিপুল জ্বালানি তেল সরবরাহ করা ওই সংস্থা সাফ জানিয়ে দিল, অবিলম্বে সরবরাহ বন্ধ করা হচ্ছে। হল্টব্যাক বাঙ্কারস নামে নরওয়ের একটি সংস্থা মার্কিন সেনাকে বছরে ৩০ হাজার লিটার জ্বালানি তেল সরবরাহ করে। কিন্তু শুক্রবার হোয়াইট হাউসে যেভাবে সকলের সামনেই বেনজির বাকযুদ্ধে জড়ালেন ট্রাম্প ও জেলেনস্কি, বিশেষত ইউক্রেনের প্রেসিডেন্টকে যেভাবে হেনস্তার মুখে পড়তে হল, তাতে নরওয়ের সংস্থাটি রীতিমতো রেগে আগুন। ফেসবুকে বিবৃতি দিয়ে তারা জানিয়েছে, ”আজ বিশ্বের সবচেয়ে জঘন্য একটা শো হল। মার্কিন প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টকে আমরা দেখলাম। ইউক্রেনের প্রেসিডেন্টকে আমরা কুর্নিশ জানাই।

{link}

এতক্ষণ বসে বসে অসভ্যতা সহ্য করার জন্য। এসব আমাদের ক্লান্ত করেছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, অবিলম্বে আমেরিকাকে তেল সরবরাহ বন্ধ করব। যতক্ষণ না ট্রাম্প জমানার পতন ঘটছে, ততক্ষণ একফোঁটা তেলও দেব না। এমনকী এখন থেকে মার্কিন জাহাজ নরওয়ের তীরে ভিড়তেও পারবে না।” সংস্থার মালিক তথা চেয়ারম্যান গানার গ্রানের কথায়, ”আমাদের একটা নীতি আছে। আমরা ইউক্রেনকে সমর্থন করি। আমাদের সংস্থায় বহু ইউক্রেনীয় কর্মী আছেন। তাঁদের আবেগের ভেবে আমরা তেল সরবরাহ বন্ধ করছি। আমরা চাই, ইউরোপের অন্যান্য দেশও আমাদের এই নীতি অনুসরণ করুক। জয় ইউক্রেন।” 

{ads}

News Breaking News Donald Trump Volodymyr Zelenskyy সংবাদ

Last Updated :