header banner

Jaldapara National Park: জন্ম নিয়েছে একশৃঙ্গ গণ্ডার শাবক! নতুন অতিথির আগমনে খুশি বনদপ্তর

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: হ্যাঁ, ৩৩১ থেকে সংখ্যাটা হলো ৩৩২। স্বাভাবিক কারণেই পুরো জাতীয় আরণ্য জুড়ে খুশির আবহাওয়া। বছরের প্রথম দিনেই জন্ম নিয়েছে এক শৃঙ্গ গণ্ডার শাবক। এখন মা ও শাবক দু'জনেই সুস্থ রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। দু'জনের উপরেই নজর রাখা হচ্ছে বলে জানিয়েছে জলদাপাড়া জাতীয় উদ্যানের ডি এফও পারভীন কাশোয়ান। প্রতিদিনের মতো পেট্রোলিংয়ে মতো বেরিয়ে ছিল হাতিদের উপর নজর রাখা একটি দল। টহল দেওয়ার সময় কয়েকজন সদস্য গণ্ডারের শাবকটিকে দেখতে পান। তাঁরাই আধিকারিকদের বিষয়টি জানান। জলদাপাড়া জাতীয় উদ্যানের প্রোটোকল অনুযায়ী, প্রতিটি নবজাতক গণ্ডার শাবকের রেকর্ড নথিভুক্ত করার পাশপাশি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়। এই শাবকটিরও রেকর্ড রাখা হবে। পাশাপাশি গণ্ডার শাবক ও মা উভয়েরই সুরক্ষা নিশ্চিত করা হচ্ছে। 

{link}

  জাতীয় উদ্যান সূত্রে জানা গিয়েছে, জলদাপাড়া জাতীয় উদ্যানে গণ্ডারের আগে সংখ্যা ছিল ৩৩১ টি। নতুন শাবক জন্ম নেওয়ার পর সংখ্যা বেড়ে হল ৩৩২। উল্লেখ্য, উত্তরবঙ্গে বিপর্যয়ের পর অক্টোবর মাসে খুলে দেওয়া হয় জলদাপাড়া জাতীয় উদ্যানের (Jaldapara National Park) হলং রুট। চালু হয় হাতি সাফারিও। বড়দিন ও পয়লা জানুয়ারি বৃহস্পতিবার হওয়া সত্ত্বেও পর্যটকদের জন্য খোলা ছিল জলদাপাড়া অভয়ারণ্য। শীতের মরশুমে ভিড় জমাছেন জঙ্গলপ্রেমীরা।

{ads}

One Horned Rhinoceros Jaldapara Bengali News Animals Rhinoceros Animals News সংবাদ জলদাপাড়া জাতীয় উদ্যান গণ্ডার শাবক

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article