header banner

Operation Sindoor : এখনও শেষ হয়নি অপারেশন সিঁদুর

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : এই মুহূর্তে ভারত পাকিস্তানের যুদ্ধ বিরতি চললেও অপারেশ সিঁদুর যে শেষ হয় নি তা স্পষ্ট বুঝিয়ে দেওয়া হয়েছে ভারতের পক্ষ থেকে। সোমবার ইজরায়েলে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত জে পি সিং স্পষ্ট ভাষায় বুঝিয়ে দেন, ভারত বদলা নেবে। সন্ত্রাসবাদীদের ক্ষমা নেই। রেয়াত করা হবে না জঙ্গিদের মদতদাতাদেরও।

{link}

তিনি সাফ জানান, অপারেশন সিঁদুর এখনও শেষ হয়নি। লস্কর-ই-তইবার প্রধান হাফিজ সইদ, জাকিউর রহমান লখভি এবং মুম্বই হামলার অন্যতম অভিযুক্ত সাজিদ মিরের মতো কুখ্যাত সন্ত্রাসবাদীদের ভারতের হাতে তুলে দিতে হবে। এখন ভারতের এই দাবীকে কিছুতেই মেনে নেবে না পাকিস্তান। ফলে যেকোনো মুহূর্তে আবার যুদ্ধ শুরু হতে পারে। এক ইজরায়েলি বৈদ্যুতিন সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সিং বলেন, “পহেলগাঁওয়ে ধর্ম দেখে ২৬ জন নিরীহ মানুষকে খুন করেছে সন্ত্রাসবাদীরা। তারপরই ভারত জেহাদি ঘাঁটিগুলোতে হামলা চালায়। আমাদের নিশানা পাকিস্তান ছিল না। কিন্তু তারা পালটা হামলা চালিয়ে প্রমাণ করে দিয়েছে যে ইসলামাবাদই জঙ্গিদের পালন করে।

{link}

সন্ত্রাসবাদের বিরুদ্ধে এই লড়াই চলবে।” উল্লেখ্য, পহেলগাঁও জঙ্গি হামলার বদলাস্বরূপ গত ৭ মে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে অভিযান চালায় ভারত। ক্ষেপণাস্ত্র হামলায় গুঁড়িয়ে দেওয়া হয় জঙ্গিদের আঁতুড়ঘর। হামলা চলে সওয়া নাল্লা, সারজাল, মুরিদকে, কোটলি, কোটলি গুলপার, মেহমোন্না জোয়া, ভিমবের এবং ভাওয়ালপুরের জঙ্গি ঘাঁটিতে। এই অভিযানে শতাধিক জঙ্গির মৃত্যু হয়। শুধু তাই নয়, রাতারাতি অনাথ হয়ে যায় জইশ-প্রধান মাসুদ আজহার। ভারতের প্রত্যাঘাতে পরিবারের ১২ সদস্যকে হারায় মাসুদ।

{ads}

 

News Breaking News Operation Sindoor সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article