header banner

Narendra Modi: সনাতন ধর্মকে মুছে দিতে চায় বিরোধীরা, ইন্ডিয়া জোটকে আক্রমণ মোদীর

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: সনাতন ধর্মের ওপর খোলাখুলি আক্রমণ করছে বিরোধীরা। এই সনাতন ধর্মকে মুছে দিতে চায় এরা। বৃহস্পতিবার এই ভাষায়ই বিরোধীদের জোট ইন্ডিকে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন মধ্যপ্রদেশের সাগর জেলার এক জনসভায় ভাষণ দিচ্ছিলেন প্রধানমন্ত্রী। সেখানেই তিনি বলেন, বিরোধী জোট সনাতন ধর্মকে ধ্বংস করতে চাইছে। এই জোট সনাতন ধর্মের জন্য বিপজ্জনক। স্বামী বিবেকানন্দ, লোকমান্য তিলকরা যে ধর্ম থেকে অনুপ্রেরণা নিয়েছিলেন, এবার সেই ধর্মকে মুছে ফেলতে চায় ইন্ডি জোটের সদস্যরা। সনাতন ধর্মকে যাঁরা মুছে ফেলতে চাইছেন, তাঁদের এই মনোভাব যাতে না থাকে, তার ব্যবস্থা করতে হবে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

{link}

এছাড়াও সূত্রের খবর, সনাতন ধর্মাবলম্বীদের এদিন এ ব্যাপারে সতর্কও করে দেন প্রধানমন্ত্রী। সম্প্রতি সনাতন ধর্মকে কুষ্ঠ ও এইচআইভির মতো রোগ, যা সামাজিক ব্যাধি হিসেবেও পরিচিত বলে উল্লেখ করেছিলেন ডিএমকে নেতা এ রাজা। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের ছেলে ডিএমকে নেতা উদয়নিধি স্ট্যালিনও সনাতন ধর্মকে নির্মূল করার ডাক দিয়েছিলেন। তিনি বলেছিলেন, কিছু জিনিসের প্রতিবাদ করা যায় না। সেগুলির অবলুপ্তি ঘটানো দরকার। আমরা ডেঙ্গি, মশা, ম্যালেরিয়া কিংবা করোনার বিরোধিতা করি না। আমরা সেটি নির্মূল করি। ঠিক সেভাবেই আমাদের সনাতন ধর্মকে অবলুপ্ত করতে হবে। সনাতন শব্দটা এসেছে সংস্কৃত থেকে। এটা সামাজিক ন্যায় ও সাম্যের বিরুদ্ধে। ডিএমকে ইন্ডি জোটের সদস্য। রাজনৈতিক মহলের মতে, সেই কারণেই ইন্ডি জোটকে আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী।     

{ads}

news INDIA BJP Sanatan Dharma PM Modi সংবাদ

Last Updated :