header banner

Donald Trump : জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের নির্দেশ

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : সাধারণভাবে 'জন্মসূত্রে নাগরিকত্ব' সূত্রটি প্রায় সারা বিশ্বে প্রচলিত। অর্থাৎ শিশু যেই দেশে জন্মগ্রহণ করবে সে সেই দেশের নাগরিকত্ব পাবে। এই নিয়ম এতদিন চালু ছিল আমেরিকাতেও (America)। কিন্তু এবার ট্রাম্পের বড়ো বার্তা - সেই নিয়মের পরিবর্তন হচ্ছে। নবজাতকের দুই অভিভাবকের মধ্যে অন্তত একজন মার্কিন নাগরিক বা গ্রিন কার্ড হোল্ডার না হলে, তাদের সন্তানকে জন্মসূত্রে আমেরিকান নাগরিকত্ব দেওয়া হবে না। এ কথা সাফ জানিয়ে দিলেন ট্রাম্প (Donald Trump)।

{link}

অর্থাৎ এবার থেকে সন্তানের আমেরিকান নাগরিকত্বের জন্য বাবা কিংবা মা-কাউকে একজনকে আমেরিকান নাগরিক বা গ্রিন কার্ড হোল্ডার হতে হবে। ট্রাম্পের এই সিদ্ধান্তে বিশ্বের অনেক দেশের মতো গভীর সংকটে পরেছেন বহু ভারতীয়। যারা এইচ-১বি, এল১-র মতো অস্থায়ী ভিসায় আমেরিকায় থাকেন এবং সেখানেই সংসার পেতেছেন। যারা ডিপেন্ডেন্ট ভিসা (এইচ৪), স্টাডি ভিসা (এফ১), অ্যাকাডেমিক ভিজিটর ভিসা (জে১) বা শর্ট টার্ম বিজনেস/টুরিস্ট ভিসা (বি১ -বি২) -এ আমেরিকায় রয়েছেন, তাদের জন্যও এই সিদ্ধান্ত বড় প্রভাব ফেলতে চলেছে।

{link}

এই মুহূর্তে তাদের সমস্যা নিয়ে উদ্বিগ্ন  বিশ্বের বহু দেশ। নতুন মার্কিন প্রসাশনের তরফে জানানো হয়েছে, ২০ ফেব্রুয়ারি থেকে আমেরিকায় জন্মগ্রহণ করা সমস্ত শিশুর উপরে এই নিয়ম কার্যকর হবে। অর্থাৎ এই এক মাসের মধ্যে যদি কোনও শিশু জন্ম গ্রহণ করে, যারা মা-বাবা আমেরিকার নাগরিক নন, সে মার্কিন নাগরিকত্ব পেলেও, ২০ ফেব্রুয়ারির পর থেকে জন্মানো শিশুরা আর আমেরিকার নাগরিকত্ব পাবে না।

{ads}

News Breaking News America Donald Trump সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article