header banner

Modi : গাজার পরিস্থিতি নিয়ে উদ্বেগে প্রধানমন্ত্রী মোদী

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : হামাস-ইজরাইলের যুদ্ধ (Hamas-Israel war) প্রায় বছর ঘুরতে চললো। কিন্তু ইসরাইলের সীমাহীন আগ্রাসনের জন্য যুদ্ধ বন্ধ হচ্ছে না। এই পরিস্থিতিতে ভারতের প্রধানমন্ত্রী আমেরিকায় (America) দেখা করেন প্যালেস্তাইনের (Palestine) প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের (Mahmoud Abbas) সঙ্গে।

{link}

তিনি তাঁর কাছে শান্তির বার্তা দিলেন। তাঁর কাছেই গাজার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী মোদী। লাগাতার গোলাগুলিতে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা (Gaza)। স্কুল, হাসপাতাল কিছুই আর অবশিষ্ট নেই। হাজার হাজার নিরাপরাধ মানুষ প্রাণ খুইয়েছেন এই যুদ্ধে। লক্ষাধিক মানুষ ঘরছাড়া। মানবতার চরম সঙ্কট দেখা গিয়েছে  সেখানে। ঠিক করে ত্রাণ সামগ্রীও পৌঁছাচ্ছে না। এক  ভয়ঙ্কর পরিস্থিতি। 

{link}

এই ভয়ঙ্কর যুদ্ধ পরিস্থিতি নিয়েই এবার সরাসরি প্যালেস্তাইনের প্রেসিডেন্টের কাছে উদ্বেগ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী মোদী। একইসঙ্গে জানালেন শান্তি ও স্থিতাবস্থা ফেরাতে ভারতের পূর্ণ সমর্থন রয়েছে। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন,'নিউইয়র্কে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে সাক্ষাৎ হল। দ্রুত শান্তি ও স্থিতাবস্থা ফেরাতে ভারতের পূর্ণ সমর্থনের কথা জানিয়েছি।' এখন  দেখার এই সাক্ষাৎকার নিয়ে ইসরাইল কোনো প্রতিক্রিয়া দেয় কিনা!

{ads}

News Breaking News Hamas Israel Hamas-Israel war International News India BJP PM Modi America Palestine Mahmoud Abbas Gaza President সংবাদ

Last Updated :