শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী তথা বিজেপির কাছে এবার পাখির চোখ বাংলা। আর সেই কারণেই সর্বশক্তি নিয়ে বিজেপি নেমে পড়েছে বাংলার নির্বাচনী ময়দানে। পূর্ব ঘোষণা অনুযায়ী ১৭ ও ১৮ জানুয়ারী প্রধানমন্ত্রীর দুটি সভা করার কথা বাংলায়। একটি মালদা ও আরেকটি হাওড়া । কিন্তু সূত্রের খবর, হাওড়ার বদলে সভাটি হতে চলেছে হুগলীর সিঙ্গুরে। বিজেপি সূত্রে খবর, শুরুতে ১৮ জানুয়ারি হাওড়ায় প্রধানমন্ত্রীর জনসভা করার পরিকল্পনা হয়েছিল। কিন্তু রাজ্যের শীর্ষ নেতৃত্ব চায়, হাওড়ার বদলে হুগলির সিঙ্গুরেই জনসভা করা হোক। ইতিমধ্য়েই সেই মর্মে প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব দেওয়া হয়েছে বলেই খবর। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি।
{link}
শীতকালীন অধিবেশন চলাকালীন রাজ্যের চাকরি ও নতুন কর্মসংস্থান তৈরির খতিয়ান তুলে ধরে তৃণমূল সাংসদদের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন বিজেপি সাংসদরা। এমনকি, সম্প্রতি রাজ্যের শিল্পায়নের খতিয়ান তুলে শাসকশিবিরের বিরুদ্ধে আক্রমণাত্মক হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সাংবাদিক বৈঠকে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যকে পাশে বসিয়ে তিনি বলেন, ‘বিজিবিএস আয়োজনেই এখনও পর্যন্ত রাজ্যে খরচ হয়েছে প্রায় ৫০০ কোটি টাকা। উপহার, ভাষণ, খাওয়া-দাওয়াতেই এই টাকা খরচ। এই তুলনায় এই রাজ্যে বিনিয়োগ জিরো। বিজিবিএস আজ একটা ফ্লপ শো।’ ওয়াকিবহাল মনে করছে, বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের শিল্প পরিস্থিতিকে ইস্যু হিসাবে তুলে ধরতে চায় গেরুয়া শিবির। যার সবচেয়ে ভাল সূচনা হতে পারে, যদি প্রধানমন্ত্রী সিঙ্গুরে সভা করেন। কারণ, সিঙ্গুর আন্দোলন এই রাজ্যের রাজনৈতিক সমীকরণে তৈরি করে উলটপুরাণ।
{ads}