header banner

'হামলার ভয়ে দূরে সরে না থেকে, কর্তব্য পালন করুন' - বিজেপি কর্মমর্তাদের নির্দেশ প্রধানমন্ত্রীর

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: সোমবার উত্তরবঙ্গ পরিদর্শনে গিয়ে ভয়ানকভাবে আক্রান্ত হন বিজেপির দুই নেতা। তাদের মধ্যে সাংসদ খাগেন মুর্মুর অবস্থা সংকটজনক। এই নিয়ে ক্ষোভে ফুঁসছে বিজেপি। তারা সরাসরি অভিযোগ এনেছেন তৃণমূলের বিরুদ্ধে। এবার প্রতিবাদে সরব হলেন স্বয়ং প্রধানমন্ত্রী। সোমবার রাতের দিকে এই ঘটনার কড়া নিন্দা করে এক্স হ্যান্ডলে পোস্ট করলেন প্রধানমন্ত্রী মোদি। লেখেন, ‘দুর্গত মানুষদের সাহায্য করতে গিয়ে দলের বিধায়ক, সাংসদের উপর এই হামলা নেমে এল। এটা তৃণমূলের অসংবেদনশীলতার পরিচয়। আশা করি, তৃণমূল এবং রাজ্য  সরকার এই দুঃসময়ে মানুষের পাশে থেকে যা করণীয়, তেমন কাজই করবে। আমি বিজেপি কার্যকর্তাদেরও বলছি, হামলার ভয়ে দূরে সরে না থেকে নিজেদের কর্তব্য পালন করুন।’  

{link}

শনিবারের রাতভর বৃষ্টিতে কার্যত তছনছ হয়ে গিয়েছে উত্তরবঙ্গ। একাধিক জেলা প্লাবিত। সর্বহারা বহু মানুষ। এই পরিস্থিতি দেখতে সোমবার নাগরাকাটায় গিয়েছিলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষ এবং মালদহ দক্ষিণের বিজেপি সাংসদ খগেন মুর্মু। সেখানেই তাঁদের আক্রান্ত হতে হয় বলে অভিযোগ। তাঁদের লক্ষ্য করে চলে ইটবৃষ্টি। ইটের আঘাতে রক্তাক্ত হন বিজেপি সাংসদ খগেন মুর্মু। শুধু তাই নয়, আহত হন শংকর ঘোষও। এদিকে এই নিয়ে যথারীতি শুরু হয়েছে রাজনীতি। ইতিমধ্যে উত্তরবঙ্গে পৌঁছেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। প্রতিক্রিয়া দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "কোনও ঘটনা ঘটুক আমি চাই না। তবে কেউ যদি প্লাবন এলাকায় ৩০/৪০ টা গাড়ি নিয়ে চলে যায় তাহলে জনতার ক্ষোভ হয়। রাজনীতি করতে আমি ওই এলাকায় যেতে চাই না।” ঘটনার প্রতিবাদে বিজেপি এদিন সন্ধ্যায় দিকে দিকে বিক্ষোভ কর্মসূচি করে।

{ads}

BJP BJP West Bengal Narendra Modi Modi Narendra Modi News বিজেপি খবর উত্তরবঙ্গ বন্যা

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article