header banner

INDIAN Army : ভারতীয় সৈন্যদের প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক :  ভারতীয় সৈন্যদের প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার রাজস্থানের পোখরানে ভারতীয় সেনার ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী। বলেন, আজ যে দৃশ্য আমরা প্রত্যক্ষ করলাম, ত্রিশক্তি বাহিনীর যে সাহসের সাক্ষী আমরা হলাম, তা অনন্য সাধারণ। আকাশে ভারতীয় সেনার গর্জন, স্থলভাগে ভরতীয় সেনার দুঃসাহস এবং সেনার বিজয়োল্লাস যে দিকে দিকে ধ্বনিত হচ্ছে, তা প্রমাণ করে নয়া ভারতের উত্থান। 

{link}


এদিন পোখরানে ত্রিশক্তির অনুশীলন প্রত্যক্ষ করেন প্রধানমন্ত্রী। পরে বলেন, আজ পোখরান আরও একবার সাক্ষী রইল আত্মনির্ভর ভারত, আত্মবিশ্বাসী ভারত এবং আত্মগর্বিত ভারতের।

{link}


সোমবারই অগ্নি-৫ এর সফল উৎক্ষেপণ হয়েছে। প্রধানমন্ত্রী তাকে প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভর ভারতের দিকে তাৎপর্যপূর্ণ পদক্ষেপ বলে আখ্যায়িত করেছিলেন। অতীতে যে এই পোখরানেই ভারত পারমাণবিক অস্ত্র পরীক্ষা করেছিল, তাও মনে করিয়ে দেন প্রধানমন্ত্রী। বলেন, পোখরান ভারতের আত্মনির্ভরতা, বিশ্বাস এবং আত্মগৌরবের সাক্ষী হয়ে রইল।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর আত্মনির্ভর ভারতের ধারণাকে মাথায় রেখেই হয়েছে এদিনের সেনা মহড়া। প্রদর্শিত হয়েছে ভারতের তৈরি বিশেষ যুদ্ধাস্ত্র। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহ্বান। এদিনের মহড়ায় তেজস যুদ্ধবিমান, কে-৯, আর্টিলারি গান, ড্রোন, পিনাকা মাল্টি ব্যারেল রকেট লঞ্চার, শর্ট রেঞ্জ মিসাইল প্রদর্শিত হয়। অবশ্য এই প্রথম নয়, ফেব্রুয়ারি মাসেও ভারতীয় বায়ুসেনার মহড়ায়ও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী। 

{ads}

News INDIAN Army PM Modi সংবাদ

Last Updated :