header banner

Modi : প্যারিসে পা রাখলেন প্রধানমন্ত্রী

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : তিন দিনের সফরে ভারতের প্রধানমন্ত্রী (PM) এই মুহূর্তে ফ্রান্সে। সেখানে ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে কোলাকুলির ছবি এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ক্যাপশনে তিনি লেখেন, প্যারিসে আমার বন্ধু প্রেসিডেন্ট ম্যাক্রোঁর (Emmanuel Macron) সঙ্গে সাক্ষাৎ করতে পেরে খুবই আনন্দিত। ম্যাক্রোঁর আমন্ত্রণে নৈশভোজে যোগ দিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের (JD Vance) সঙ্গেও সাক্ষাৎ সারেন প্রধানমন্ত্রী।

{link}

ফ্রান্সে এআই সম্মেলনে যোগ দিতে এসেছেন ভ্যান্স। ওই সম্মেলনেই ম্যাক্রোঁর সঙ্গে সহ সভাপতিত্ব করবেন মোদীও। স্বাভাবিক কারণে ভারতের কাছে এটা যথেষ্ট গৌরবের বিষয়। প্যারিসে এআই (AI) সম্মেলনে যোগ দেওয়ার আগে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর তরফে আয়োজিত নৈশভোজে যোগ দিলেন ভারতের প্রধানমন্ত্রী। দুই রাষ্ট্রনেতার পারস্পারিক কোলাকুলির মাধ্যমে সৌজন্য বিনিময়ের ছবি দেখল গোটা বিশ্ব।

{link}

এআই সম্মেলনে সহ সভাপতিত্বের পাশাপাশি ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে ভারত-ফ্রান্স সিইও ফোরামের বৈঠকেও যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করারও কথা রয়েছে মোদীর। সোমবার প্যারিসে পা রাখা মাত্রই উষ্ণ অভ্যর্থনায় স্বাগত জানানো হয় মোদীকে। উদ্বেলিত সমস্ত ভারতবাসী।

{ads}

News Breaking News India Modi Emmanuel Macron JD Vance সংবাদ

Last Updated :