header banner

SCO : এসসিও মঞ্চে সুর নরম পাক প্রধানমন্ত্রীর

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : SCO অর্থাৎ সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনে ভারত (India) যথেষ্ট সম্মান অর্জন করেছে। সেখানে রাশিয়া ও চিনের সঙ্গে আলাদা করে সভা করে ভারত। সেখানেই চিন-ভারত সম্প্রীতি দেখে কিছুটা ক্ষুন্ন হয় পাকিস্তান (Pakistan)। পাকিস্তান বরাবরই শান্তিপ্রিয়। আমরা প্রতিবেশি দেশগুলিকে সম্মান করি। আমরা চাই সব সময়ে তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকুক।

{link}

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Modi) উপস্থিতিতে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলন থেকে এমনই বার্তা দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ (Shehbaz Sharif)। কিন্তু মোদির সামনে কেন সুর নরম করলেন তিনি? বিশেষজ্ঞদের মতে, আসলে ভারত-চিন-রাশিয়া যে নতুন অক্ষ তৈরি হয়েছে, তাতেই ভয় পেয়ে গিয়েছেন পাক প্রধানমন্ত্রী। পহেলগাঁও কাণ্ডের পরে পাকিস্তান পায়ে পা লাগিয়ে শত্রুতা শুরু করেছিল। এখন তাদের সুর অনেকটা নরম।

{link}

এসসিও সম্মেলনে শাহবাজ বলেন, “পাকিস্তান তার প্রতিবেশী দেশগুলি-সহ সকল এসসিও সদস্যভুক্ত রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং অখণ্ডতাকে সমর্থন করে এবং সম্মান করে। শুধু তাই নয়, পাকিস্তান সর্বদা বহুত্ববাদ, আলোচনা এবং কূটনৈতিক শক্তিতে বিশ্বাসী। একতরফাভাবে কোনও কিছু করাকে সমর্থন করে না। তবুও, গত কয়েক মাসে এই অঞ্চলে অত্যন্ত বিরক্তিকর কিছু ঘটনাবলী দেখা গিয়েছে। এতে আমরা হতাশ এবং মর্মাহত।” এরপরই সিন্ধু চুক্তির প্রসঙ্গ উত্থাপন করেন পাক প্রধানমন্ত্রী। বলেন, “এসসিও সদস্যদের  চুক্তি অনুযায়ী, জলের নিরবচ্ছিন্ন বণ্টন মেনে চলা হলে এসসিও আরও সুষ্ঠুভাবে কাজ করবে এবং শক্তিশালী হবে।”

{ads}

 

News Breaking News SCO Modi India Pakistan Shehbaz Sharif সংবাদ

Last Updated :