header banner

Pakistan-China : পাকিস্তান-চিন সম্পর্ক গভীর হচ্ছে

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : 'অপারেশন সিঁদুর' (Operation Sindoor) - এর পর থেকেই পাকিস্তান (Pakistan) তাদের যুদ্ধ খাতে বাজেট বাড়িয়ে দিয়েছে। আর এই ব্যাপারে পাকিস্তানের সহায়ক শক্তি এখন চিন (China)। সম্প্রতি আমেরিকার গুপ্তচর সংস্থা এই রিপোর্ট প্রকাশ যে গোপনে অন্তর্দেশীয় আনবিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে পাকিস্তান।

{link}

যা সাগর-পাহাড় ডিঙিয়ে আঘাত হানতে সুদূর মার্কিন মুলুকে। স্বাভাবিক কারণেই বেজায় খুবস ট্রাম্প (Donald Trump)। আমেরিকান প্রশাসন সূত্রে জানা গেছে, পাকিস্তানের এই উদ্যোগকে তারা মোটেই ভালোভাবে নিচ্ছে না। হোয়াইট হাউসের আধিকারিকদের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, যদি পাকিস্তান বাস্তবেই এমন শক্তিশালী ক্ষেপণাস্ত্র তৈরি করে ফেলে, তবে ওয়াশিংটন এশিয়ার এই দেশটিকে পারমাণবিক প্রতিপক্ষ ঘোষণা করবে।

{link}

কোনও দেশ যার পারমাণবিক অস্ত্র রয়েছে এবং সেই দেশটি যদি আমেরিকার জন্য ঝুঁকিপূর্ণ হয়, তবে সেই দেশটিকে পারমাণবিক প্রতিপক্ষ হিসেবে চিহ্নিত করে ওয়াশিংটন।

{ads}

 

News Breaking News Operation Sindoor Pakistan China Donald Trump সংবাদ

Last Updated :