header banner

Pakistan : ভয়াবহ বন্যায় মৃত্যুপুরী পাকিস্তান

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : ভয়াবহ বন্যায় কার্যত মৃত্যুপুরীতে পরিণত হয়েছে পাকিস্তান (Pakistan)। প্রায় এক হাজার মানুষের মৃত্যুর পাশাপাশি ঘরছাড়া হয়েছেন অন্তত ২০ লক্ষ মানুষ। যদিও মর্মান্তিক এই পরিস্থিতিকে ‘আল্লাহর আশীর্বাদ’ বলে উল্লেখ করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ (Khawaja Asif)। শুধু তাই নয়, বন্যাদুর্গত মানুষকে বালতিতে করে জল ভরে রাখার পরামর্শ দিলেন তিনি। আসিফের এহেন বয়ান সামনে আসার পর স্বাভাবিকভাবেই বিতর্ক শুরু হয়েছে।

{link}

সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পাক মন্ত্রীকে প্রশ্ন করা হয়েছিল দেশের ভয়ংকর বন্যা পরিস্থিতি নিয়ে। এর উত্তরে খোয়াজা আফিস বলেন, “দেশের মানুষের উচিত এই বন্যাকে আল্লাহর আশীর্বাদ হিসেবে বিবেচনা করা। গোটা বিশ্বে জলের জন্য হাহাকার শুরু হয়েছে। এর মাঝে পাকিস্তানের এই বন্যা অত্যন্ত শুভ। এটাকে কোনওভাবেই বিপর্যয় বলা যায় না। বরং এটি আল্লাহর কৃপা।”ভয়াবহ বন্যায় প্রশাসনের গাছাড়া মনোভাবের জন্য পাকিস্তানের সাধারণ মানুষ বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ করছেন মানুষ। এর প্রেক্ষিতে পাক প্রতিরক্ষামন্ত্রী বলেন, “সরকারের বিরুদ্ধে এহেন বিক্ষোভ না করে জনগণের উচিত এই জল সঞ্চয় করা। এই সব জল বালতি বা অন্যান্য পাত্রে ভরে বাড়ি নিয়ে যাক ওরা।

{link}

এর ফলে আমাদের জল সংকটের সমস্যার চিরতরে সমাধান হবে।”এই পরিস্থিতি সামাল দিতে সরকার যে অপারগ সে কথা স্বীকার করে আসিফ বলেন, “জল সঞ্চয় করার জন্য আমাদের বড় বাঁধের প্রয়োজন রয়েছে। যেটা এখনই তৈরি করা সম্ভব নয়। ফলে জনগণের উচিত এই সমস্ত জল সঞ্চয় করে রাখা। তাছাড়া বন্যা রোখার মতো কোনও প্রযুক্তি সরকারের কাছে নেই।

{ads}

 

News Breaking News Pakistan Khawaja Asif সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article