header banner

Pakistan : বালোচ বিদ্রোহে কাঁপছে পাকিস্তান

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : বালোচ বিদ্রোহে কাঁপছে পাকিস্তান (Pakistan)। মঙ্গলবার ট্রেনে হামলা চালিয়ে যাত্রীদের পণবন্দি করে বালোচ লিবারেশন আর্মি (বিএলএ)। বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি, এখনও পর্যন্ত দেড়শো জনকে খুন করে ফেলেছে বালোচ বিদ্রোহীরা। কিন্তু এটাই প্রথমবার নয়। অতীতেও বহুবার বড়সড় হামলা চালিয়ে পাকিস্তানকে রক্তাক্ত করেছে এই বালোচ বিদ্রোহীরা। বালোচ বিদ্রোহীদের হাতে বন্দি ট্রেনের যাত্রীদের উদ্ধার করতে গিয়ে মৃত্যু হয়েছে অন্তত ১৫০ জন পাক সেনাকর্মীর!

{link}

এমনই দাবি পাকিস্তানের প্রাক্তন সাংসদ আবদুল কাদির বালোচের। এক সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তাঁকে এমন দাবি করতে দেখা গিয়েছে। বিদ্রোহীদের হাতে এখন বন্দি রয়েছেন ১৮২ জন। সংবাদসংস্থা রয়টার্স সূত্রে খবর, মঙ্গলবার বেলুচিস্তান (Balochistan) প্রদেশের কোয়েটা থেকে খাইবার পাখতুনখোয়া প্রদেশের পেশোয়ারে যাচ্ছিল যাত্রীবাহী জাফার এক্সপ্রেস। পাক সেনাকর্মী থেকে শুরু করে নিরাপত্তা বাহিনীর অনেকেই ছিলেন ওই ট্রেনে। যাত্রার মাঝপথে আচমকাই চলন্ত ট্রেনে হামলা চালায় বালোচ বিদ্রোহীরা। 

{link}

জানা গিয়েছে, মাশকাফ, ধাদার এবং বোলানে পরিকল্পনা করেই হামলা চালানো হয়েছে। সব মিলিয়ে প্রায় সাড়ে চারশো ট্রেনে ছিলেন বলে জানা গিয়েছে। পরে জানা যায়, পণবন্দিদের মধ্যে থাকা সাধারণ নাগরিকদের ছেড়ে দেওয়া হয়েছে। বিদ্রোহীদের হাতে বন্দি হন ১৮২ জন। বালোচ লিবারেশন আর্মির তরফে একটি বিবৃতি পেশ করে দাবি করা হয়, তাদের হাতে প্রাণ হারিয়েছেন অন্তত ২০ জন পাক সেনাকর্মীর। তার আগে আরও এক বিবৃতি পেশ করে তারা জানায়, রেলের ট্র্যাকে বিস্ফোরণ ঘটানো হয়েছে। ফলে বাধ্য হয়ে ট্রেন থামিয়ে দেওয়া হয়। তারপরেই ট্রেনের দখল নিয়ে নেয় বালোচ আর্মির সদস্যরা।

{ads}

News Breaking News Pakistan Balochistan সংবাদ

Last Updated :