header banner

Pakistan : পাকিস্তান ছড়াচ্ছে মিথ্যে প্রচার

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : এই মুহূর্তে ভারত-পাক যুদ্ধের যে উন্মাদনা তাতে আশঙ্কিত সমস্ত দেশবাসী। ইতিমধ্যে খবরে প্রকাশ, এডিশনাল ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কমিশনারের মৃত্যু হয়েছে পাক হামলায়। নাম রাজকুমার থাপা। ফিরোজপুর, জলন্ধরে অনেক ক্ষতি হয়েছে। পাকিস্তান যে ভারতের বায়ুসেনাঘাঁটি ধ্বংস করে দিয়েছে বলে দাবি করেছে, তা ভুল।

{link}

ছবি দেখিয়ে উল্লেখ করল সেনাবাহিনী। সিরসা, উধমপুর সহ সব ঘাঁটিই অক্ষত আছে। পাকিস্তান বারবার মিথ্যা কথা বলছে বলে উল্লেখ করলেন বিদেশ সচিব। অবন্তীপোরা, শ্রীনগর, উধমপুরে বায়ুসেনা চিকিৎসা কেন্দ্র ও স্কুলকে নিশানা করেছে। আবারও সাধারণ মানুষের হামলা পাকিস্তানের। দ্রুত জবাব দিয়েছে ভারত। পাকিস্তান যে হামলা করছে, তারই জবাব দিচ্ছে ভারত। সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন বিদেশ সচিব। কর্নেল সোফিয়া কুরেশি (Sofiya Qureshi) জানালেন, ২৬ জায়গায় হামলার চেষ্টা হয়েছে। বেশিরভাগ জায়গায় তা প্রতিহত করেছে ভারত।

{link}

তবে উধমপুর, পাঠানকোট, ভাতিন্ডায় কয়েকজন সেনা জওয়ান আহত হয়েছেন। শুক্রবার রাতের পর শনিবার সকালে ফের বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী (Modi) নরেন্দ্র মোদী। শনিবার সকালে মোদীর বাসভবনে পৌঁছলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। রাতে প্রায় ২৬ জায়গায় হামলার চেষ্টা চালিয়েছে পাকিস্তান। তারপর এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

{ads}

News Breaking News Pakistan Sofiya Qureshi সংবাদ

Last Updated :