header banner

Operation Mahadev : সেনা অভিযানে ধ্বংস পাকিস্তান ঘনিষ্ঠ জঙ্গি গোষ্ঠী

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : এবার বড়ো সাফল্য পেলো ভারতীয় সেনা বাহিনী। তাদের এই অভিযানের নাম দেওয়া হয়েছে -'অপারেশন মহাদেব'। সোমবার অপারেশন মহাদেবে নিকেশ হয় তিন জঙ্গি। নিহত জঙ্গিদের মধ্যে রয়েছে লস্কর-ই-তইবার শীর্ষ কমান্ডার হাসিম মুসা। এর পাশাপাশি রয়েছে দুই পাকিস্তানি নাগরিক হাবিব তাহির ও জিবরান। এদের সকলের ছবি প্রকাশ্যে এসেছে। জানা যাচ্ছে, এদের মধ্যে হাবিব আবার পাকিস্তানের প্রাক্তন পাক সেনা।

{link}

সূত্রের খবর, এই হাবিব পাকিস্তানের খাই গালার বাসিন্দা। পহেলগাঁওয়ে পর্যটকদের খুনের ঘটনায় জড়িত ছিল সে বলে মনে করা হচ্ছে। বস্তুত, আজ সংসদে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান যে তিন ‘অপারেশন মহাদেবে’ খতম হওয়া তিন জঙ্গি পহেলগাঁওয়ে হামলার সঙ্গে জড়িত ছিল। তিনি আরো বলেন, , “বৈসরণে আমাদের দেশের নাগরিকদের হত্যা করেছিলেন। সেই তিন জঙ্গিকেই খতম করা হয়েছে।” একই সঙ্গে তাঁর আরও সংযোজন, “এই সন্ত্রাসবাদীদের দেহ শনাক্ত করেছে তাদের পরিবার-পরিজনেরাও। পহেলগাঁও হামলায় যে বন্দুকের গুলি ব্যবহার করা হয়েছিল।

{link}

এই তিন নিহতের থেকে সেই একই বন্দুকের গুলিই উদ্ধার হয়েছে।” শাহ আরও জানিয়েছেন, “খতম হওয়া জঙ্গিদের থেকে চকোলেট উদ্ধার করেছে পুলিশ। এই চকোলেটগুলি পাকিস্তানে তৈরি। অনুমান অনেক দিন ধরে আত্মগোপন থাকার জন্যই এই চকোলেটগুলি নিয়েছিল তারা। এছাড়াও, পাক ভোটার কার্ড-সহ বিভিন্ন নথি পাওয়া গিয়েছে।”

{ads}

News Breaking News Operation Mahadev সংবাদ

Last Updated :