শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : পহেলগাঁও ও পরবর্তী কান্ড নিয়ে ভারত ৭টি দলকে পাঠাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে। সেখানে গিয়ে তারা পাকিস্তান ও ভারতের অবস্থান তুলে ধরবে। হঠাৎ ভারতের অনুকরনে এমন বার্তা পাকিস্তানও পাঠাচ্ছে বলে খবর। এবার ভারতকেই অনুকরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্বমঞ্চে ‘শান্তিবার্তা’ পাঠানোর সিদ্ধান্ত নিল ইসলামাবাদ।
{link}
আর সেই প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন পাকিস্তান পিপলস পার্টির প্রধান বিলাওয়াল ভুট্টো (Bilawal Bhutto Zardari)। তবে ওই প্রতিনিধি দলে আর কে কে থাকবেন, তা এখনও পর্যন্ত জানা যায়নি। বিলাওয়াল তাঁর একটি ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আজ সকালে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ (Shehbaz Sharif) আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন। সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্বমঞ্চে শান্তিবার্তা পাঠাতে এবং পাকিস্তানের বক্তব্য তুলে ধরতে একটি প্রতিনিধি দলকে নেতৃত্ব দেওয়ার অনুরোধ করেছেন তিনি। এই দায়িত্ব গ্রহণ করতে পেরে আমি গর্বিত এবং সম্মানিত। পাকিস্তানের সেবার জন্য আমি প্রতিশ্রুতিবদ্ধ।’ কি কারণে বিলাওয়ালকেই বেছে নেওয়া হল? সূত্রের খবর, বিলাওয়ালের পাশ্চাত্য শিক্ষা, ইংরাজীতে দক্ষতা এবং তাঁর কূটনৈতিকস্তরে অভিজ্ঞতা থাকার কারণেই তাঁর উপর আশ্বাস দেখিয়েছেন শাহবাজ।
{link}
পাক প্রধানমন্ত্রীর মতে, বিশ্বমঞ্চে ভারতের প্রতিনিধি দলকে যোগ্য জবাব দিতে পারবেন একমাত্র বিলাওয়ালই। সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেওয়ার জন্য গোটা বিশ্বে এমনতিতেই বদনাম রয়েছে পাকিস্তানের। পহেলগাঁও হামলার পর আরও কোণঠাসা হয়েছে ইসলামাবাদ। এই প্রেক্ষিতে নিজেদের গা থেকে ‘সন্ত্রাসবাদ’-এর তকমা মুছতে মরিয়া পাকিস্তান। তাই বিশ্বমঞ্চে নিজেদের শান্তিপ্রিয় দেশ হিসেবে তুলে ধরতে তারা দৃঢ়প্রতিজ্ঞ। পাকিস্তানের বিশ্বাস, বিলাওয়ালই তাঁদের এই উদ্দেশ্য সফল করতে পারবেন। প্রসঙ্গত, পহেলগাঁও সন্ত্রাস এবং অপারেশন সিঁদুরের পর পাকিস্তানের জঙ্গিবাদের মুখোশ গোটা বিশ্বের সামনে তুলে ধরতে চায় ভারত। শুধু রাষ্ট্রসংঘ নয়, সেই লক্ষ্যে বিশ্বের বিভিন্ন প্রান্তে ভারত থেকে প্রতিনিধি দল পাঠানো হবে। ওই প্রতিনিধিদলে শাসক ও বিরোধী দুই শিবিরেরই সাংসদরা থাকবেন। আর সেই দলের নেতৃত্বের অন্যতম মুখ হিসেবে বেছে নেওয়া হয়েছে কংগ্রেস সাংসদ শশী থারুরকে।
{ads}