header banner

Offbeat: নিজের শ্রাদ্ধানুষ্ঠানেই উপস্থিত ছত্তিশগড়ের পরশুরাম! শোকের বাড়ি মাতল আনন্দ উৎসবে

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: এমন ঘটনার নিদর্শন অবশ্য আগেও আছে। এবারের ঘটনাটাও বেশ আশ্চর্যের। ছত্তিশগড়ের সুরগুজা বিভাগের সুরজপুরে এক অদ্ভুত ঘটনা ঘটেছে, যা শুনে কেউ নিজের কান বিশ্বাস করতে পারছে না। এক যুবক যাকে তাঁর পরিবার মৃত ভেবেছে, তিনিই হঠাৎ জীবিত হয়ে ফিরে এলেন। সুরজপুরের চন্দরপুরের বাসিন্দা পুরুষোত্তমের বাড়িতে এই ঘটনাটি ঘটে। শনিবার শোকের বাড়ি হঠাৎ ভরে ওঠে আনন্দ ও বিস্ময়ে। সূরজপুরের পুলিশ সুপার সন্তোষ মাহাতো জানিয়েছেন যে, গত শনিবার মানপুর এলাকার একটি কূপে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ পাওয়া গিয়েছে। পুলিশ লাশ শনাক্ত করার জন্য আশেপাশের এলাকায় তথ্য পাঠিয়েছে। এই তথ্য পুরুষোত্তমের পরিবারে পৌঁছয়। তিনি চন্দরপুরের বাসিন্দা, কারণ পুরুষোত্তম ঘটনার দুই দিন আগে নিখোঁজ হয়েছিলেন এবং তাঁর পরিবার তাঁকে খুঁজছিল। 

{link}

  পরিবার দ্রুত পুলিশের সঙ্গে যোগাযোগ করে এবং মৃতদেহটি তাঁদের ছেলে পুরুষোত্তমের বলে শনাক্ত করে। পুলিশ মামলা দায়ের করে মৃতদেহটি পরিবারের কাছে হস্তান্তর করে এবং পুলিশের উপস্থিতিতে অজ্ঞাত মৃতদেহটিকে কবর দেওয়া হয়। ধরে নেওয়া হয় যে এটি পুরুষোত্তমের। পরিবার তাদের ছেলের মৃত্যুর জন্য শোক প্রকাশ করে এবং বাড়িতে একটি শ্রাদ্ধের আয়োজন করে। তারপর, এমন একটি ঘটনা ঘটে যা এই গল্পটিকে সিনেমার গল্পের চেয়েও অবিশ্বাস্য করে তোলে। আচমকা হাজির হন পুরুষোত্তম। তিনি এক আত্মীয়ের বাড়িতে ছিলেন। শণাক্ত হওয়া মৃতদেহটি পুরুষোত্তমের ছিল না। মুহূর্তেই শোকের বাড়ি বদলে যায় আনন্দের মহলে। ছড়িয়ে পড়ে খুশির হাওয়া।

{ads}

Feature Story Chattishgarah Breaking News Bengali News Offbeat Story Parashuram সংবাদ বিনোদন অফবিট স্টোরি

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article