header banner

US woman : বিমানবন্দরের শৌচালয়েই ডুবিয়ে হত্যা পোষ্যকে

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : মানুষ প্রয়োজনে অনেক নির্মম হতে পারে। কিন্তু এমন নির্মম মানুষ কী করে হয় সেই প্রশ্ন উঠেছে নাগরিক মহলে। পোষ্য কুকুরকে নিয়ে বিমান ধরার জন্য গিয়েছিলেন। কিন্তু বিমানবন্দরে পৌঁছতেই তাঁকে সাফ জানিয়ে দেওয়া হয়, সারমেয়কে নিয়ে বিমানে ওঠা যাবে না। এই শুনেই ভয়ংকর কাণ্ড ঘটালেন সেই মার্কিন মহিলা। বিমানবন্দরের (airport) শৌচালয়েই ডুবিয়ে মারলেন পোষ্যকে (Pet)! এই অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে সেই মহিলাকে।

{link}

জানা গিয়েছে, অভিযুক্ত মহিলার নাম অ্যালিসন আগাথা লরেন্স (Alison Agatha Lawrence)। এই ঘটনা গত ডিসেম্বর মাসের। সেই সময় অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দরে পোষ্যকে সঙ্গে নিয়ে বিমান ধরার জন্য গিয়েছিলেন অ্যালিসন। কিন্তু তাঁকে জানানো হয় কুকুরটিকে নিয়ে ফ্লাইটে ওঠা যাবে না। তার পরেই তিনি ঘটলালেন এক ভয়ঙ্কর ঘটনা। তার পরেই বিমানবন্দরের শৌচাগারেই পোষ্যকে মারেন বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার ওই মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে। ডিসেম্বর মাসে অরল্যান্ডো বিমানবন্দরের (Orlando International Airport) মহিলাদের বাথরুমে একটি কুকুরের দেহ পাওয়া গিয়েছিল।

{link}

শৌচালয় পরিষ্কার করতে গিয়ে কুকুরের দেহটি দেখতে পেয়েছিলেন কর্মীরা। তদন্তে জানা যায়, সিকিউরিটি চেক পয়েন্টে যাওয়ার আগে অ্যালিসন কুকুরটিকে ডুবিয়ে মারেন। বিমানবন্দর থেকে পাওয়া সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য তথ্য খতিয়ে দেখে পুলিশ। যে দিন ওই ঘটনা ঘটে, সেদিনের সিসিটিভি ফুটেজেও দেখা যায় লরেন্স কুকুর নিয়েই বিমানবন্দরে প্রবেশ করেছিলেন। পরে তাঁর কাছে আর কুকুরটিকে দেখা যায়নি। ওই তদন্তের ভিত্তিতে তাঁর নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

{ads}

News Breaking News US woman Orlando International Airport সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article