header banner

Dhaka : শিক্ষাপ্রতিষ্ঠানে বিমান দুর্ঘটনা

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : কিছু বোঝার আগেই ঘটে গেলো মর্মান্তিক পরিনতি। প্রাণ গেলো ১৯ জনের। সোমবার দুুপুরে ঢাকার (Dhaka) একটি কলেজের উপরে ভেঙে পড়ে বাংলাদেশ (Bangladesh) বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। দুর্ঘটনায় এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যুর খবর মিলেছে। হাসপাতালে ভর্তি কমপক্ষে ২০ জন। জানা গিয়েছে, ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের (Milestone College) একটি ভবনের উপরে ভেঙে পড়ে সেনা বাহিনীর বিমানটি।

{link}

বাংলাদেশ বিমানবাহিনীর এফ -৭ বিজিআই প্রশিক্ষণ বিমান এটি। ওড়ার ১২ মিনিটের মধ্যে ভেঙে পড়েছে বিমানটি,এমনটাই জানা গিয়েছে। ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু করা হয়েছে। সূত্রের খবর, ১৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৬ জন পড়ুয়া, ২ জন শিক্ষক এবং বিমানের পাইলটের মৃত্যু হয়েছে। আহত কমপক্ষে ২০ জন। আহতরা সকলেই শিক্ষার্থী বলে জানা গিয়েছে।

{link}

তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, উত্তরার ওই স্কুলটি তখন ছুটি হয়ে গিয়েছিল। বেশ কিছু পড়ুয়া ইতিমধ্যেই স্কুল থেকে বেরিয়ে গিয়েছিল। কিছু পড়ুয়া তখনও স্কুলের ভিতরে ছিলেন। সেই সময়ে বিমানটি ভেঙে পড়ে। স্কুলের দোতলা ভবনের সামনে বিমানটি ভেঙে পড়ে।  দুর্ঘটনায় একাধিক পড়ুয়া আহত হয়েছেন।

{ads}

News Breaking News Dhaka Bangladesh Milestone College Accident সংবাদ

Last Updated :