header banner

Unnao Case: জামিন পেয়ে খোশমেজাজে কুলদীপ! নির্যাতিতা ও তাঁর মাকে প্রতিবাদও করতে দিল না পুলিশ

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: দিল্লির নির্ভয়াকাণ্ডের মতো উন্নাওয়ের ঘটনাও সারা দেশে তোলপাড় ফেলে দিয়েছিল। অভিযুক্তদের বিরুদ্ধে সরব হয়েছিল গোটা দেশ। এমনকি আন্তর্জাতিক স্তরেও সাড়া ফেলে দিয়েছিল এই ঘটনা। দীর্ঘ টানাপোড়েনের পর দোষীদের বিরুদ্ধে সাজা ঘোষণা করেছিল আদালত। কিন্তু, এবার এই উন্নাও ধর্ষণকাণ্ডের মামলাতেই বিতর্কিত রায় ঘোষণা। সম্প্রতি ১৫ লক্ষ টাকার বন্ডের বিনিময়ে অভিযুক্ত কুলদীপ সিং সেঙ্গারের জামিনের নির্দেশ দিয়েছে আদালত। একইসঙ্গে বেশ কিছু শর্ত আরোপ করা হয়েছে। কিন্তু, নির্যাতিতার পক্ষে এই রায় মেনে নেওয়া স্পষ্টভাবেই কঠিন। 

{link}
দিল্লি হাইকোর্টের এই নির্দেশের খবর প্রকাশ্যে আসার পরেই বুধবার অভিযুক্তর জামিনের বিরুদ্ধে ইন্ডিয়া গেতে প্রতিবাদে বসেন নির্যাতিতা ও তাঁর মা। কিন্তু, তাদের সঙ্গেই কার্যত অপরাধীর মতো ব্যবহার করল পুলিশ। পুলিশের এই ব্যবহারই বর্তমানে খবরের শিরোনামে উঠে এসেছে। প্রতিবাদ করতে থাকা মা ও মেয়ে কে কার্যত টেনে সরিয়ে দেয় পুলিশ। ইতিমধ্যেই সেই ভিডিও নেটমাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে।

{link}   
একটি সংবাদ সংস্থা সূত্রে খবর, নারী অধিকার কর্মী যোগিতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ এই ভিডিও পোস্ট করে আদালতের রায়ের উপর ক্ষোভ প্রকাশ করেছেন। এই প্রসঙ্গে তিনি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লেখেন, "বাহ্ রে দেশের আইন, এটাই দেশের ন্যায়। কীভাবে বাঁচাবেন দেশের মেয়েদের, কীভাবে ন্যায় পাবেন! এই মেয়েটি উন্নাও গণধর্ষণের শিকার। পাশবিক অত্যাচারের পর বাবার মৃত্যু হয় পুলিশি হেফাজতে, গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয় কাকিমা ও আইনজীবীর, ১০০টির বেশি সেলাই পড়ে, একাধিক হাড় ভেঙে যায়, ৬ মাস ভেন্টিলেটরে থাকার পর জীবন বাঁচে তাঁর এবং এখন...। এটা কেমন ন্যায়??? নির্যাতিতা ন্যায় চেয়ে কাঁদছে - বলছে আত্মহত্যার ছাড়া আর কোনও পথ নেই।"

{link}
দিল্লি হাইকোর্টের এই রায় বাস্তবিকভাবেই দেশের নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে বলে জানিয়েছেন ওয়াকিবহাল মহলের একাংশ। 

{ads}

Unnao News Unnao Rape Case Unnao Rape Kuldip Singh Sengar Unnao Update Bengali News Unnao Protest সংবাদ উন্নাও উন্নাও ধর্ষণকাণ্ড

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article