header banner

Dropadi Murmu: সাহসিকতার ২৭৭টি পুরস্কারে স্বাক্ষর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর, জানুন বিস্তারিত

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক ; রাত পোহালেই ৭৫তম প্রজাতন্ত্র দিব সাহসিকতার ২৭৭টি পুরস্কারে স্বাক্ষর করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুস।। পুলিশ, দমকল, হোমগার্ড, সিভিল ডিফেন্স ও কারেকশনাল সার্ভিসের ১১৩২ জনকে সাহসিকতা বা সার্ভিস মেডেল দেওয়া হবে। সাহসিকতার জন্য  ২৭৭ জনকে পুরস্কার দেওয়া হবে, এঁদের মধ্যে ১১৯ জন মোতায়েন ছিলেন লেফ্ট উইং এক্সট্রিমিজম অ্যফেকটেড এলাকায়, জম্মু-কাশ্মীর অঞ্চলে ছিলেন ১৩৩ জন। অন্যান্য অঞ্চলে ছিলেন ২৫ জন। সাহসিকতার জন্য যেখানে পুরস্কার পাচ্ছেন ২৭৫ জন, সেখানে সাহসিকতার জন্য রাষ্ট্রপতি পুরস্কার পাবেন দু জন। যাঁরা সাহসিকতার মেডেল পাচ্ছেন, তাঁদের মধ্যে রয়েছেন বিএসএফের দুজনও। বিএসএফের ১৫তম কঙ্গো কনটিনজেন্টে উল্লেখযোগ্য অবদানের জন্য তাঁদের এই পুরস্কার দেওয়া হচ্ছে।

{link}
সাহসিকতার ২৭৭টি পুরস্কারের মধ্যে রয়েছেন জম্মু-কাশ্মীর পুলিশের ৭২ জন কর্মীও। মহারাষ্ট্রের ১৮ জন পুলিশ কর্মী, ছত্তিশগড়ের ২৬ জন, ঝাড়খণ্ডের ২৩ জন, ওড়িশার ১৫ জন, দিল্লির ৮ জন, সিআরপিএফের ৬৫ জন, এসএসবির ১৫ জন পুলিশ কর্মীও রয়েছেন এই তালিকায়। বাকিরা অন্যান্য রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল এবং সিএপিএফের। 

{ads}

India Droupadi Murmu News president সংবাদ

Last Updated :