header banner

বিপুল ভোটে যশবন্ত সিনহাকে ধরাশায়ী করে রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী দ্রৌপদী মুর্মু

article banner

নিজস্ব সংবাদদাতাঃ শুরু থেকেই দৌড়ে এগিয়ে ছিলেন। প্রথম রাউন্ডের পরেই অনেকের কাছে স্পষ্ট হয়ে গিয়েছিল কি হতে চলেছে শেষ পর্যন্ত ভোটের ফলাফলের চিত্র। শেষ পর্যন্ত সেই ধারনাকেই সত্যি করে দেশের রাষ্ট্রপতি নির্বাচনে বিপুল ভোটে জয়ী হলেন দ্রৌপদী মুর্মু। পরাজিত হলেন বিরোধি পদপ্রার্থী যশবন্ত সিনহা। 

{link}
এমনিতে সংখ্যাতত্ত্বের হিসেবে আগেই স্পষ্ট হয়ে গিয়েছিল যে এনডিএ (NDA)পদপ্রার্থীই এগিয়ে পরবর্তী রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে। যদিও ১৮ তারিখ ভোটের দিন ক্রস ভোটিংয়ের অভিযোগ উঠেছিল। অন্যদিকে, বিরোধী পদপ্রার্থী যশবন্ত সিনহার আবেদন জানিয়েছিলেন, শুধু রাজনৈতিক লড়াই নয়, এটা তাঁর কাছে আদর্শের লড়াই। আর সেই লড়াইয়ে অন্তরাত্মার ডাকে সাড়া দিয়ে তাঁকে ভোট দেওয়ার ডাক দিয়েছিলেন। দুই শিবিরেরই দাবি ছিল, ক্রস ভোট হয়েছে। 

{link}

তবে বৃহস্পতিবার গণনা শুরু হতে বোঝা যায়, অনেকটা এগিয়ে দ্রৌপদী মুর্মু। প্রথম রাউন্ডের শেষে দ্রৌপদীর প্রাপ্ত ভোট হয় ৫৪০, তখন যশবন্ত সিনহার ঝুলিতে ২০৮। দ্বিতীয় রাউন্ডেও একইভাবে বজায় থাকে বিজেপি প্রার্থীর আধিপত্য। গত সোমবার ‘ক্রস ভোট’ ও অর্থের বিনিময়ে ভোটিং-এর অভিযোগের মধ্যেই রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ পর্ব শেষ হয়। প্রায় ৯৯ শতাংশ সাংসদ ও বিধায়ক ভোট দিয়েছেন বলে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়। ২৪ জুলাই শেষ হবে বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কার্যকালের মেয়াদ। পরের দিন অর্থাৎ ২৫ জুলাই শপথ নেবেন দেশের নতুন রাষ্ট্রপতি। 
{ads}

Presidential Election BJP Draupadi Murmu wins Yashwant Sinha loses new President of India India

Last Updated :