আগামী বিধানসভা নির্বাচনের প্রাক্কালে শারদ উৎসব কে সামনে রেখে রাজনৈতিক দলগুলো নেমে পড়েছে জমি দখলের লড়াইয়ে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উদ্বোধন করছেন একটার পর একটা পুজো মন্ডপ। লক্ষ একটাই জন সংযোগ বাড়াতে হবে। উৎসব মানে মিলনমেলা। উৎসব মানে জাতি ধর্ম নির্বিশেষে এক আকাশের নিচে একটা মিলন ক্ষেত্র। এক যোগে হাজার হাজার উৎসব মুখর মানুষের সাথে যোগাযোগ করার ক্ষেত্রে এমন সুযোগ কেউ আর হাত ছাড়া করতে চান না। {ads}
স্বশরীরে উপস্থিত না থেকেও আজ মহা ষষ্ঠীর পুন্য লগ্নে হাওড়ার কামারডাঙ্গার একটি পুজোর ভার্চুয়াল উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই উপলক্ষে রাজ্য ও জেলা স্তরের বিজেপির নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন ।