শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : এই মুহূর্তে রাজ্যের ৬টি বিধানসভা সহ দেশের ১১রাজ্যের ৩৩ আসনে উপনির্বাচন হচ্ছে। তারমধ্যে সকলের দৃষ্টি কেড়েছে প্রিয়াঙ্কা গান্ধী। কেরলের ওয়েনাড় লোকসভা উপনির্বাচনের প্রার্থী প্রিয়াঙ্কা। গত কয়েকদিনে লাগাতার রাহুল গান্ধীকে নিয়ে প্রচার চালিয়েছেন সোনিয়া কন্যা। একেবারে মাটি কামড়ে সেখানে পড়ে ছিলেন।
{link}
জয়ের ব্যাপারে সম্পূর্ণ ভাবে আত্মবিশ্বাসী সোনিয়া কন্যা।গত লোকসভা নির্বাচনে রায়বেরিলে এবং কেরলের ওয়েনাড় লোকসভা আসন থেকে লড়াই করেন রাহুল গান্ধী। দুটি আসন থেকেই বিশাল অঙ্কে জয় পান। এবার তারই ওয়েনাড়-এর প্রার্থী প্রিয়াঙ্কা। তবে দাদার ছেড়ে যাওয়া পিচ প্রিয়াঙ্কার পক্ষে যথেষ্ট সহজ বলেই মনে কর নাগরিক মহল।
{link}
তবে লড়াই খুব একটা সহজ নয়। বামপ্রার্থী সত্যান মোকেরি, এনডিএ প্রার্থী নভ্যা হরিদাস-সহ মোট ১৫ জন প্রার্থী লড়াই করছেন কংগ্রেসের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে। ফলে লড়াই কতটা সহজ হবে তা সময়ই বলবে।
{ads}