header banner

২০০০ টাকার নোট তুলে নিতে চলেছে RBI, ৩০ সেপ্টম্বরের মধ্যে বদলে নেওয়ার নির্দেশ RBI-এর

article banner

নিজস্ব সংবাদদাতা: একসময় যে নোটের জন্য দীর্ঘক্ষন ব্যাঙ্কের বাইরে লাইন দিয়েছিল মানুষ, এবার ফের সেই নোটই তুলে নেওয়ার সিদ্ধান্ত নিল ব্যঙ্ক। বাজার থেকে ২০০০ টাকার নোট তুলে নিচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। শুক্রবার এমনই বড় সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে আরবিআই। সেই সঙ্গে দেশবাসীকে ২০০০ টাকার নোট থাকলে, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যেই তা ব্যাঙ্কে ফেলে দিতে কিংবা বদলে নিতে অনুরোধ করা হয়েছে। 

{link}

একটি বিবৃতি জারি করে রিজার্ভ ব্যাংকের তরফে জানানো হয়েছে, কারও কাছে ২০০০ টাকার নোট থাকলে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তা ব্যাংকে জমা করা যাবে। তাই এখনই আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। একবারে সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত জমা করা যাবে। যে কোনও ব্যাংকেই এই নোট জমা করে কিংবা বদলে ফেলে অন্য নোট নেওয়া যাবে। অর্থাৎ ২০০০ টাকার নোটকে বৈধ মুদ্রা বলেই গণ্য করা হবে। কিন্তু একবারে ২০০০ টাকার নোটের বিনিময়ে সর্বাধিক ২০০০০ টাকা বদলে নেওয়া যাবে। 

{ads}

news 2000 Rs 2000 note RBI India

Last Updated :