header banner

Mohan Bhagwat: ভারত কে পুনরায় হিন্দুরাষ্ট্র বলে দাবি করলেন RSS প্রধান মোহন ভাগবত

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: ভারত হিন্দু রাষ্ট্র। পুনরায় দাবি করলেন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ (RSS) প্রধান মোহন ভাগবত। কিন্তু ঠিক কি জানিয়েছেন তিনি? একটি সংবাদ সংস্থা সূত্রে খবর তাঁর মতে, সমস্ত ভারতীয় হিন্দু ও ভারত হিন্দুত্বের প্রতিনিধিত্ব করে। শুক্রবার নাগপুরে তরুণ ভারত নামে একটি দৈনিকের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে এই মত পোষণ করেন ভাগবত। সরসংঘ চালক বলেন, হিন্দুস্তান মানে হচ্ছে হিন্দু রাষ্ট্র। আর এটা ধ্রুব সত্য। সেই কারণে বর্তমানে যাঁরা দেশে বসবাস করেন, তাঁদের আমি হিন্দু বলে মনে করি। এঁরা সকলেই হিন্দু সংস্কৃতির সঙ্গে জড়িত। এঁদের পূর্বসূরিরাও হিন্দু ছিলেন। বিশ্বজুড়ে হিন্দুত্বের কদর বেড়েছে। ভাগবত বলেন, কিছু মানুষ এটা বুঝতে পেরেছেন। অনেকে আবার বুঝেও না বোঝার ভান করছেন। এর কারণ তাঁদের অভ্যাস এবং স্বার্থপরতা। আবার কিছু মানুষ আছেন, যাঁরা বুঝতে পারছেন না কিংবা ভুলে গিয়েছেন। তামাম বিশ্বে হিন্দুত্বের কদর বেড়েছে বলেও মন্তব্য করেন তিনি। স্বদেশি, পারিবারিক মূল্যবোধ এবং শৃঙ্খলার ওপর জোর দেওয়া প্রয়োজন বলেও মনে করেন ভাগবত। 

{link}
এই বিষয়ে সরসংঘচালক আরও বলেন, আমাদের নিজস্ব আদর্শ অক্ষুণ্ণ রেখে ন্যায্যভাবে এবং সত্যের ভিত্তিতে কোনও কাজ করা উচিত। আমাদের আদর্শের মতো সারা বিশ্বে আর কিছু নেই। এর বিকল্পও নেই। সবাই এটা বুঝতে পেরেছে। কেউ এটা স্বীকার করে, কেউ করে না। প্রসঙ্গত, বিশেষজ্ঞেরা জানিয়েছেন হিন্দুত্ব নিয়ে ভাগবতের এই দাবি এই প্রথম নয়। গত বছর নভেম্বর মাসেও ছত্তিশগড়ে গিয়ে হিন্দুত্ব নিয়ে কথা বলেন তিনি। সংঘের একটি অনুষ্ঠানেও ভারতে বসবাসকারী সবাই হিন্দু বলেও দাবি করেছিলেন আরএসএস প্রধান। 
{ads}

news Mohan Bhagwat RSS Hindu Rashtra India সংবাদ

Last Updated :