header banner

রাহুল গান্ধীর শরীরেও এবার করোনার থাবা

article banner

প্রাক্তন প্রধানমন্ত্রী মোনমোহন সিংহের পর এবার করোনা আক্রান্ত রাহুল গান্ধী। আজকেই টুইট করে তার করোনা আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন তিনি। তার শরীরে মৃদু উপসর্গ দেখা দিয়েছে। তবে হাসপাতালে ভর্তি হননি তিনি, ঘরেই হোম আইসোলেশনে আছেন।

{link}
উল্লেখ্য বিষয় তার দিদি প্রিয়াঙ্কার স্বামী কিছুদিন আগেই করোনায় আক্রান্ত হয়েছিলেন।  তাঁর আক্রান্ত হওয়ার পর প্রিয়াঙ্কা গান্ধী হোম আইসোলেশনে ছিলেন। রাহুল নিজের প্রচার অব্যাহত রেখেছিলেন। রবিবারই নিজের সমস্ত রাজনৈতিক কর্মসূচি বাতিল করেন তিনি। বাংলায় রাহুল গান্ধীর পাঁচটি নির্বাচনী জনসভা হওয়ার কথা ছিল, কিন্তু পরিস্থিতির উপর লক্ষ্য রেখে করোনা সংক্রমণ রুখতে সবই বাতিল করেন তিনি। তার দু’দিন বাদে আজ মঙ্গলবার এই মারন ভাইরাসে আক্রান্ত হওয়ার দুঃসংবাদ দিলেন তিনি। টুইট করে জানালেন,”করোনার মৃদু উপসর্গ থাকায় আমি করোনা পরীক্ষা করিয়েছিলাম। আমার করোনা রিপোর্ট পজিটিভ।” এই বক্তব্যের পাশাপাশি টুইটে তিনি গত কয়েকদিন যারা যারা তাঁর সংস্পর্শে এসেছে তাঁদের সকলকে করোনা বিধি মেনে চলার জন্য অনুরোধ জানিয়েছেন। 
{ads}

Rahul Gandhi Indian National Congress Coronavirus Covid-19 News India

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article