শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: আবার সামনে চলে আসলো ন্যাশনাল হেরাল্ড মামলা। শুধু আর্থিক নয় রাহুল সোনিয়ার বিরুদ্ধে আনা হয়েছে অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ। ওই এফআইআরে রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, স্যাম পিত্রোদা-সহ মোট ছ’জনের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের আওতায় আনা হয়েছে অ্যাসোসিয়েট জার্নাল লিমিটেড, ইয়ং ইন্ডিয়ান এবং ডটেক্স মার্চেন্ডাইস নামের ৩ সংস্থাকেও। অভিযোগ, এই ডটেক্স মার্চেন্ডাইস প্রাইভেট লিমিটেড একটি শেল কোম্পানি। যার মাধ্যমে ১ কোটি টাকা গিয়েছে রাহুল গান্ধীর সংস্থা ইয়ং ইন্ডিয়ানের অ্যাকাউন্টে। সেখান থেকেই ৫০ লক্ষ টাকা দিয়ে অ্যাসোসিয়েট জার্নাল লিমিটেডের সব সম্পত্তি দখল করে ইয়ং ইন্ডিয়ান।
{link}
এই অভিযোগ প্রমাণিত হলে রাহুলরা ভালোরকম বিপদে পড়ে যেতে পারেন। এই মামলায় দোষী সাব্যস্ত হলে সাংসদ পদও বাতিল হতে পারে রাহুলদের। প্রসঙ্গত, ২০২১ সালে ন্যাশনাল হেরাল্ড মামলায় তদন্ত শুরু করে ইডি। বিজেপি নেতা সুব্র্যহ্মণম স্বামীর দায়ের করা মামলায় আদালতের রায়ের ভিত্তিতে তদন্ত শুরু হয়। স্বামীর অভিযোগ ছিল, বেআইনিভাবে অ্যাসোসিয়েট জার্নাল লিমিটেডের ২০০০ কোটির সম্পত্তি দখল করেছে ইয়ং ইন্ডিয়া, যার শেয়ারহোল্ডার ছিলেন সোনিয়া এবং রাহুল-সহ আরও অনেকে। অ্যাসোসিয়েট জার্নাল লিমিটেড থেকেই প্রকাশিত হত ন্যাশনাল হেরাল্ড সংবাদপত্রটি।
{ads}