header banner

ফিরছে প্লাটফর্মের ভিড় , বাড়ছে আশার আলো

প্রতিক্ষার অবসান , দীর্ঘ সাত মাসের ও বেশী সময় পরে অবশেষে আগামী বুধবার ১১ ই নভেম্বর থেকে চালু হতে চলেছে পূর্ব এবং দুক্ষিন পূর্ব রেলের লোকাল ট্রেন । যাত্রী মহলে খুশির হাওয়া । প্রতিদিন গড়ে পূর্ব এবং দক্ষিন পূর্ব রেলের হাওড়া ও শিয়ালদহ শাখায় প্রায় ২০-২২ লক্ষ্য নিত্য যাত্রী যাতায়াত করেন লোকাল ট্রেনে ।স্বাভাবিক ভাবে নিত্য যাত্রী উপকৃত হবে সেই নিয়ে কোন সন্দেহ নেই। 

আনলক পর্বে খুলেছে সরকারি-বেসরকারি অফিস কিন্ত লোকাল ট্রেন না চলার কারনে মোটা টাকা খরচা করে পৌঁছাতে হয়েছে অফিসে কিংবা কর্মক্ষেত্রে ।যার ফলে স্বল্প আয়ের ব্যাক্তিদের ক্ষেত্রে এত খরচ সামলানোটাই ভীষণ কঠিন হয়ে পড়েছে। লোকাল ট্রেন চালু হলে স্বস্তিতে ফিরবেন যাত্রীরা। এরই মাঝে গত ১০ দিনের ও বেশী সময় ধরে লোকাল ট্রেন চালানোর দাবিতে বিক্ষোভ ও দেখিয়েছেন যাত্রীরা।

 
শেষ পর্যন্ত লোকাল ট্রেন চালানোর কথা নিয়ে কেন্দ্র এবং রাজ্য সরকার আলোচনায় আসেন এবং লোকাল ট্রেন ও তাঁর প্রয়োজনীয়তা উপলব্ধি করেছেন । লোকাল ট্রেন যাত্রীদের দাবি মেনে চালানো উচিত , সেটা মেনেই লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে । কিন্ত প্রশ্ন হল যে, স্বাস্থ বিধি মেনে সতর্কতা ও সাবধানতা কে গুরুত্ব দিয়ে যাত্রীরা আদৌ সফর করবেন তো ?
অফিস টাইমের অস্বাভাবিক যাত্রী ভিড়ে সামাজিক দূরত্ববিধি হয়তো মানা সম্ভব হবে না। যে কারনে রাজ্য সরকার এবং রেল মন্ত্রক স্বাস্থ্য বিধি মেনে সফর করার আবেদন জানিয়েছেন নিত্য যাত্রীদের কাছে।এখন এটাই দেখার রেল যাত্রীরা তারা কতটা সচেতন হবেন । {ads}
 

Railway Restart Local Train Howrah Train indian railway indian railways indian railways documentary indian railways vs pakistan railways local train songs local train aaoge tum kabhi local train choo

Last Updated :