header banner

Rajnath Singh: 'সিন্ধ প্রদেশ ভারতে ফিরে আসতেই পারে' - বিস্ফোরক প্রতিরক্ষামন্ত্রী

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: আবার একটা উত্তেজক মন্তব্য করে ভারতের প্রতিরক্ষামন্ত্রী চলে আসলেন খবরের শিরোনামে। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর দুই দেশের কূটনৈতিক সম্পর্ক তলানিতে। এই পরিস্থিতিতে পাকিস্তানের সিন্ধ প্রদেশ নিয়ে ইঙ্গিতপূর্ণ বার্তা প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের। সাতচল্লিশ সালে দেশভাগের পর সিন্ধ প্রদেশ পাকিস্তানের অধীনে চলে যাওয়া সিন্ধি হিন্দুরা মন থেকে মেনে নিতে পারেননি জানিয়ে রাজনাথের বার্তা, “কে জানে, কাল হয়তো সিন্ধ ভারতে ফিরে আসতে পারে।” এই মন্তব্যে রাজনাথ কী বার্তা দিলেন, তা নিয়ে বাড়ছে জল্পনা। রবিবার দিল্লিতে এক অনুষ্ঠানে বিজেপির বর্ষীয়ান নেতা লালকৃষ্ণ আডবাণীর প্রসঙ্গ টেনে আনেন রাজনাথ। ১৯৪৭ সালে দেশভাগের পর সিন্ধি হিন্দুরা ভারতে চলে আসেন।

{link}

  আডবাণীর প্রজন্মের সিন্ধি হিন্দুরা ভারতের থেকে সিন্ধের বিচ্ছেদ যে মেনে নিতে পারেননি, সেকথা উল্লেখ করে আডবাণীর একটি বই থেকে উদ্ধৃতি তুলে ধরেন রাজনাথ। তিনি বলেন, “লালকৃষ্ণ আডবাণী তাঁর একটি বইতে লিখেছেন, সিন্ধি হিন্দু বিশেষ করে তাঁর প্রজন্মের লোকেরা ভারত থেকে সিন্ধের আলাদা হয়ে যাওয়া মেনে নিতে পারেননি।” এরপরই ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়ে তিনি বলেন, “আজ সিন্ধের ভূমি ভারতের অংশ নয়। কিন্তু, সভ্যতাগত দিক থেকে সিন্ধ সবসময় ভারতের অংশ থাকবে। আর ভূখণ্ডের কথা বললে সীমান্ত বদলাতে পারে। কে জানে, কাল হয়তো সিন্ধ ভারতে ফিরে এল।” এখানেই না থেমে তিনি বলেন, “সিন্ধে আমাদের লোকেরা, যাঁরা সিন্ধু নদীকে পবিত্র মনে করেন, তাঁরা সবসময় আমাদের থাকবেন। তাঁরা কোথায় রয়েছেন, সেটা কোনও ব্যাপার নয়।”

{ads}

India India vs Pakistan India Pakistan Conflict Rajnath Singh Comment Bengali News BJP Narendra Modi Pakistan সংবাদ রাজনীতি ভারত-পাকিস্তান বিবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article