শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : এলোপাথাড়ি গুলিতে মৃত্যু হল ৭ জনের। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে পাকিস্তানের (Pakistan) খাইবার পাখতুনখোয়া অঞ্চলে। হামলায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আরও একাধিক। ভয়াবহ এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। কে বা কারা এই হামলা চালাল তা এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পাকিস্তান পুলিশ।
{link}
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার অনেক রাতে এই হামলার ঘটনা ঘটে পেশোয়ার থেকে ৬৫ কিমি দক্ষিণ-পশ্চিমে কোহাট জেলার রেজি শিনো খেল অঞ্চলে। যুবকদের ওই দলটি টান্ডা বাঁধ এলাকায় পিকনিক করতে গিয়েছিলেন। সেখান থেকে তাঁদের গ্রাম খারা ঘড়ি মুহাম্মদজাইতে ফিরছিলেন। রাতে মাঝপথে তাঁদের ঘিরে ধরে একদল দুষ্কৃতী। কেউ কিছু বুঝে ওঠার আগেই এলোপাথাড়ি গুলি ছোড়া হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৭ জনের। হামলার খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আহতদের উদ্ধার করে প্রথমে কোহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
{link}
এদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর হওয়ায় সেখান থেকে রেফার করা হয় পেশোয়ার হাসপাতালে। পুলিশের তরফে জানানো হয়েছে, মৃত ও আহতরা সকলেই একে অপরের পরিচিত বন্ধু। কেন তাঁদের উপর এই হামল চালানো হল তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, হামলাকারীদের সন্ধান পেতে গোটা এলাকাজুড়ে শুরু হয়েছে তল্লাশি অভিযান। অনুমান করা হচ্ছে, ব্যক্তিগত শত্রুতা থেকে এই হামলা হতে পারে। সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।
{ads}