বুধবার সকালে জাতীয় সড়কে দুর্ঘটনারত সম্মুখীন গাড়ি। ঘটনাস্থলেই গাড়ির চালকের মৃত্যু ঘটেছে। আজ সকালে লিলুয়া জয়পুর বিলে ৬ নম্বর জাতীয় সড়কে একটি আমুল দুধের গাড়ি গতি নিয়ন্ত্রন করতে না পেরে টেলারের পেছনে ধাক্কা মারে। গাড়ির সামনের অংশ সম্পূর্নভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ায় গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই মৃত্যু ঘটে গাড়ির চালকের। ঘটনাস্থলে বেশ কিছুক্ষণ দুর্ঘটনাগ্রস্ত গাড়ির সাথে আটকে ছিল গাড়ির ড্রাইভারের দেহ। পরে লিলুয়া থানা পুলিশ দেহটিকে উদ্ধার করে নিয়ে যায়। বেশ কিছুক্ষণ ধরে ঘটনাস্থল সংলগ্ন এলাকার তীব্র জানজট সৃষ্টি হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসে। বর্তমানে সব রকম যান চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে।
{ads}