header banner

করোনার আঘাতে মৃত খ্যাতনামা সাংবাদিক রোহিত সরদানা

article banner

এর আগে বহু করোনা যোদ্ধাকেই হারিয়েছে ভারত। হারিয়েছে বহু সাহিত্যিক ও শিল্পীকেও। এবার করোনায় প্রান গেল খ্যাতনামা সাংবাদিকের। একদিন আগে পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় দেশের কোভিড আক্রান্তদের জন্য খোঁজ করছিলেন ওষুধের। সেই করোনাই প্রান কেড়ে নিল তার। মারা গেলেন খ্যাতনামা সাংবাদিক রোহিত সারদানা। দিনকয়েক আগেই কোভিডে আক্রান্ত হয়েছিলেন তিনি, ছিলনা কোন গুরুতর উপসর্গ। কিন্তু শুক্রবার হঠাতই করোনা আক্রান্ত হন তিনি। সংবাদমাধ্যমের এই পরিচিত মুখের প্রয়ানে শোকের আবহ ভারতীয় সংবাদমহলে।

{link}
২০০৪ সালে জি মিডিয়ার মাধ্যমে নিজের সাংবাদিকতার কেরিয়ার শুরু করেন তিনি। জি মিডিয়ার কয়েকটি শো পরিচালনার মাধ্যমে অর্জন করেন বিপুল খ্যাতি। শেষ সময়ে ‘আজ তক’ চ্যানেলে ‘দঙ্গল’ নামে একটি শো পরিচালনা করতেন। এছাড়াও ইটিভি নিউজ নেটওয়ার্ক এবং আকাশবাণীতেও কাজ করেছেন তিনি। তার প্র্যানে টুইট করে শকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
{ads}

Rohit Sardana Rohit Sardana death Journalist News West Bengal India

Last Updated :