সম্প্রতি শেষ হওয়া জিএসটি কাউন্সিলের বৈঠকে একাধিক বড় ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। কমছে একাধিক গুরুত্বপূর্ণ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। কিছু নির্দিষ্ট বাইকের দামও হ্রাস পাচ্ছে। এই খবরটি প্রকাশ্য়ে উঠে আসার পরেই বাইকপ্রেমীদের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। দেশের খ্যাতনামা মডার্ন ক্লাসিক বাইক প্রস্তুতকারী সংস্থা রয়্যাল এনফিল্ডেরও কয়েকটি জনপ্রিয় বাইকের দাম কমতে চলেছে। একটি সংবাদ সংস্থা সূত্রে খবর, রয়্যাল এনফিল্ডের 350cc –এর নীচে থাকা বাইকগুলির দাম জিএসটির হার কমার কারণে হ্রাস পেতে চলেছে। কিন্তু, শক্তিশালী ইঞ্জিনের বাইকগুলি 22 সেপ্টেম্বর থেকে উচ্চ পরোক্ষ করের সম্মুখীন হবে।
প্রসঙ্গত, আগে 350cc –এর নীচে থাকা দুই চাকা গাড়িগুলির ক্ষেত্রে 28 শতাংশের জিএসটি প্রদান করতে হত। কিন্তু, নতুন নিয়ম অনুসারে, 350cc –এর নীচে থাকা ইঞ্জিনের বাইকগুলির উপর প্রযোজ্য জিএসটির পরিমাণ কমিয়ে 18 শতাংশ করে দেওয়া হয়েছে। ফলে, এই বাইকগুলির দাম বেশ কিছুটা করে কমতে চলেছে। এর ফলে রয়্যাল এনফিল্ডের কোন কোন বাইক আরও সস্তায় কিনতে পারবেন ক্রেতারা? দেখে নিন-
{link}
Royal Enfiled –এর কোন কোন বাইকের দাম কমছে?
একটি সংবাদ সংস্থা সূত্রে খবর, জিএসটির পরিমাণ কমে যাওয়ার কারণে রয়্যাল এনফিল্ডের একাধিক জনপ্রিয় মডেল যেমন হান্টার, ক্লাসিক, মেটিয়র, গোন ক্লাসিক এবং বুলেটের দাম কমবে। দেশের বাজারে রয়্যাল এনফিল্ডের এই বাইকগুলির বিপুল চাহিদা রয়েছে। 2025 সালের আগস্ট মাস পর্যন্ত কোম্পানির বিক্রি হওয়া মোট মোটরসাইকেলগুলির মধ্যে প্রায় 87 শতাংশ জুড়ে রয়েছে এই মডেলগুলিই। উদাহরণস্বরূপ, রয়্যাল এনফিন্ড হান্টার 350 –এর দাম 14,990 টাকা কমবে বলে অনুমান করা হচ্ছে। 1,49,900 টাকার পরিবর্তে আনুমানিকভাবে 1,34,910 টাকা থেকে বাইকটির দাম শুরু হতে পারে। একইভাবে রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 –এর দাম 20,000 টাকা এবং রয়্যাল এনফিল্ড গোন ক্লাসিক 350 –এর দাম 23,500 টাকা কমবে বলে ধারণা করা হচ্ছে।
{link}
Royal Enfield –এর কোন কোন বাইকের দাম বাড়ছে?
এই বাইকগুলির দাম কমলেও, এটির তুলনামূলকভাবে বৃহত্তর ও শক্তিশালী ইঞ্জিনের বাইকের মডেলগুলির দাম বাড়ছে। এই বাইকগুলির মধ্যে রয়েছে হিমালয়ান (450cc), গেরিলা (450cc), স্ক্র্যাম (440cc) সহ 650cc লাইনআপের সমস্ত মডেল। কোম্পানিটির 650cc –এর বাইকের লাইনআপের মধ্যে রয়েছে ইন্টারসেপ্টর, কন্টিনেন্টাল জিটি, সুপার মেটিয়র, শটগান এবং ইন্টারসেপ্টর বিয়ার। এই বাইকগুলির ক্ষেত্রে এতদিন 28 শতাংশ কর দিতে হত। এখন থেকে বাইকগুলিতে 40 শতাংশ কর প্রদান করতে হবে। রয়্যাল এনফিল্ড হিমালয়ান 450 –এর দাম 25,650 টাকা বাড়তে পারে। অপরদিকে রয়্যাল এনফিল্ড সুপার মেটিয়র 650 –এর দামেও 33,480 টাকার বৃদ্ধি দেখতে পাওয়ার শঙ্কা রয়েছে। ফলে, এই বাইকগুলি ক্রয় করার ক্ষেত্রে অনেকটাই বেশি অর্থ খরচ করতে হবে গ্রাহকদের।
{ads}