শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : সবে মাত্র দুটি আইনজীবী সংস্থার নির্বাচনে বিজয়ী হয়েছে আওয়ামীলীগপন্থীরা। তবে এটাকে অনেকেই বলছেন -'মর্নিং শোস দ্য ডে'। আবার ফিরছে আওয়ামী লীগ? দিকে দিকে হাসিনাপন্থী আইনজীবীদের একের পর এক বড় জয়ে জোরাল হচ্ছে প্রশ্নটা। চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যানর্বাহী কমিটির নির্বাচনের পর এবার বাংলাদেশের কুষ্টিয়ায় আইনজীবীদের ভোটে নিরঙ্কুশ জয় আওয়ামী লিগের। তা নিয়েই এখন নতুন চর্চা বাংলাদেশের (Bangladesh) রাজনৈতিক মহলে।
{link}
একটা ব্যাপার খুবই পরিষ্কার যে ইস্কন সাধু চিন্ময় মহারাজের হয়ে আইনি সাহায্য দিতে চেয়ে একাধিক আইনজীবীকে পিটিয়েছিল বিএনপিপন্থী আইনজীবীরা। তা মোটেই ভালো চোখে দেখেন নি অন্যান্য আইনজীবীরা। কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচনে (২০২৫-২০২৬) ১৭টি পদের মধ্যে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা ৯টিতে ও বিএনপি ৫টিতে জয়লাভ করেছে বলে জানা যাচ্ছে। সভাপতি হয়েছেন আওয়ামী লিগ সমর্থিত হারুনুর রশিদ। তিনি আগেও জেলা আইনজীবী সমিতির সভাপতি ছিলেন। নির্বাচনে এই ফলাফল কিন্তু ইঙ্গিত দিচ্ছে যে আবার হাসিনার (Sheikh Hasina) সাম্রাজ্য ফিরে আসতে চলেছে। কুষ্ঠিয়া আইনজীবী সমিতির নির্বাচনে খাতা খুলেছে অন্যান্যরাও। জামায়াত দু’টিতে ও জাতীয় পার্টি একটিতে জয় পেয়েছে বলে জানা যাচ্ছে। বুধবার রাতে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনের চেয়ারম্যান কে এম আব্দুর রউফ।
{link}
তাতেই দেখা যায় বড় জয় হাসিল করে নিয়েছেন লিগপন্থীরা। সকাল ৯টা থেকে শুরু হয়েছিল ভোটগ্রহণ পর্ব। চলে বিকাল সাড়ে তিনটে পর্যন্ত। কমিশন সূত্রে খবর, ১৭টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ৪৭ প্রার্থী। তারমধ্যে সিংহভাগ পদে জয় এসেছে আওয়ামী লিগ সমর্থিত প্রার্থীদের। এর আগে চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যানর্বাহী কমিটির নির্বাচনে ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সেখানে আওয়ামী লিগ (Awami League) সমর্থিত প্যানেল ৬টি পদে জয়ী হয়। সবটা মিলিয়ে কিন্তু আওয়ামীলীগের দিকেই ঝুঁকে আছে পাল্লা। অনেকেই মনে করছে আবার বাংলাদেশে ফিরতে চলেছে আইনের শাসন।
{ads}