header banner

রেলের সুখবরে কাটবে বছরের শেষ

article banner


সাধারণ মানুষের সুবিধার কথা ভেবে দীর্ঘ সাত মাস পর চালু হয়েছিল রেল , প্রতীক্ষার অবসান ঘটেছিল নিত্য রেল যাত্রীদের , কিন্তু তা ছিল সীমিত পরিমানের , সময়ের তারতম্য ছিল অনেকটা , কিন্তু বড়দিনের আগেই শিয়ালদহ ডিভিশন দিচ্ছে বড় উপহার ।সোমবার থেকে শিয়ালদহ ডিভিশনে বাড়বে লোকাল ট্রেন ।শিয়ালদহ উত্তর ও দক্ষিণ শাখায় দিনে ৬৫৪ টি লোকাল ট্রেন চালানো হচ্ছিল। এবার আরও ২০৬ টি ট্রেন চালু করা হচ্ছে। চালু হচ্ছে ১২ টি ‘লেডিজ স্পেশ্যাল ‘ ট্রেনও।

{ads}
দুপুর এবং রাতের দিকে ট্রেনের সংখ্যা অনেকটাই কম থাকছিল। এবার সেই সংখ্যাটাই বাড়ানোর পথে হেঁটেছে রেল। শিয়ালদহের দুই শাখা মিলিয়ে সোমবার (আজ) থেকে দৈনিক ৮৬০ টি ট্রেন চলবে।গত ৪০ দিনে বাংলায় সংক্রমণের হার অনেকটাই কম , তাই জন্যই শিয়ালদহ স্টেশন থেকে ট্রেন সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে শিয়ালদহ ডিভিশন ।

 
শিয়ালদহ উত্তরের লালগোলা, কৃষ্ণনগর, রানাঘাট, ব্যারাকপুর, নৈহাটি, বনগাঁ, বারাসত, হাসনাবাদ-সহ সব শাখায় পরিষেবা বাড়ানো হচ্ছে। একইভাবে শিয়ালদহ দক্ষিণ শাখার ডায়মন্ড হারবার, লক্ষ্মীকান্তপুর, বারুইপুর, ক্যানিং, সোনারপুর, বজবজ-সহ সকল শাখায় লোকাল ট্রেনের সংখ্যা বৃদ্ধি করেছে রেল। ‘লেডিজ স্পেশ্যাল’ ট্রেনগুলিও আগের সময় মতোই চালানো হবে।{ads}
 

SEALDAH INDIAN RAIL COVID 19 WEST BENGAL LOCAL TRAIN PUBLIC DAILY PASSENGER

Last Updated :