header banner

দুর্নীতির প্রতিবাদে সংগঠিত সাইকেল র‍্যালি

বর্তমান রাজ্য সরকারের বিরুদ্ধে বিভিন্ন পর্যায়ে দুর্নীতির অভিযোগে আজ এক সাইকেল র‍্যালির পরিচালনা করল রাজ্য বিজেপির কর্মী সমর্থকেরা। উলুবেড়িয়ার মনসাতলা গ্রামীণ বিজেপির পার্টি অফিস থেকে র‍্যালি শুরু হয়ে ১৬ নং জাতীয় সড়কপথ ধরে পাঁচলা এবং আমতা ১০ নম্বর পথ ধরে অন্তিমে উলুবেড়িয়াতে গিয়ে শেষ হয় এই মিছিল। {ads}
ভারতীয় জনতা পার্টি, হাওড়া গ্রামীণ জেলা এবং ভারতীয় জনতা তপশিলি মোর্চার যৌথ উদ্যোগে এই সাইকেল র‍্যালি পরিচালনা করা হয়। বিভিন্ন ক্ষেত্রে রাজ্য সরকারের দুর্নীতিমূলক কাজের বিরুদ্ধে একত্রিত হয়ে স্লোগান তোলেন দলের কর্মী সমর্থকেরা। তাদের অভিযোগগুলির মধ্যে সর্বাধিক উল্লিখিত বিষয়গুলি হল রেশন দুর্নীতি,  আম্ফান দুর্নীতি, করোনা কিট দুর্নীতি। হাওড়া গ্রামীণ জেলার তপশিলি সম্প্রদায়ের মানুষের উপর অত্যাচারেরও তারা তীব্র নিন্দা জানান। জেলায় জেলায় বিজেপি কর্মী হত্যা, বাগনান এবং আমতায় বেশ কিছুদিন আগে বিজেপি কর্মী কিঙ্কর মাঝি এবং অন্যান্য কর্মীদের হত্যা, বিভিন্ন পরিস্থিতিতে পুলিশ কর্মীদের অসহযোগ এবং মিথ্যে মামলায় ফাঁসানোর বিরুদ্ধেও তারা অভিযোগ তোলেন। 

দেখে নেব বিজেপি নেতা সায়ন্তন বসুর বক্তব্য, 


এই মিছিলে উপস্থিত ছিলেন  পশ্চিমবঙ্গ প্রদেশের সম্পাদিকা পামেলা গোস্বামী, রাজ্য বিজেপি নেত্রী শ্রীমতি সুজাতা খাঁ, হাওড়া গ্রামীণ জেলার সভাপতি  শ্রী শিব শংকর বেজ  সহ অন্যান্য রাজ্য ও জেলার নেতৃত্ববৃন্দ । বিধানসভা নির্বাচনের পূর্বে সংগঠিত এই মিছিলে জনগণের প্রবল সমর্থন পেয়েছেন বলে জানিয়েছেন অংশগ্রহণকারীদের একাংশ। {ads}
 

Sayantan Basu Sujata Khan BJP Cycle Rally TMC swasthya Sathi MAmata Banerjee West Bengal 2021 Election uluberiya bjp cycle rally 2019 trinamool congress mp speech mamata banerjee cm west benga

Last Updated :