header banner

Belgium : বিশ্বে প্রথমবার যৌনকর্মীরা পাবেন পেনশন

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : পৃথিবী যত আধুনিক হচ্ছে, ততই গণতন্ত্রের প্রসার ঘটছে। নারী স্বাধীনতা বাড়ছে। এটা আধুনিক বিশ্বের কাছে খুবই খুশির খবর। এবার বেলজিয়াম (Belgium) সরকার আনলো এক ঐতিহাসিক আইন। বিশ্বে প্রথমবার যৌনকর্মীরা পাবেন পেনশন, মাতৃত্বকালীন ছুটি, স্বাস্থ্যবিমা-সহ নানা সুযোগ সুবিধা। কর্মক্ষেত্রে আর বঞ্চনার শিকার হবেন না যৌনকর্মীরা (sex workers), ঐতিহাসিক ঘোষণার পর দাবি করল বেলজিয়াম সরকার।

{link}

২০২২ সালে বেলজিয়ামে যৌন পেশাকে বৈধতা দেওয়া হয়। এছাড়াও জার্মানি, গ্রিস, নেদারল্যান্ডস, তুরস্ক-সহ আরও কয়েকটি দেশে যৌনবৃত্তি বৈধ। তবে অন্য পেশাজীবীদের মতোই যৌনকর্মীদের অধিকার প্রতিষ্ঠা এবং তাঁদের চুক্তির আওতায় আনার ঘটনা বেলজিয়ামেই প্রথম ঘটল। এটাকে ঐতিহাসিক পদক্ষেপ বলছেন অনেকেই। পৃথিবীর এই আদিম পেশাকে কখনোই বন্ধ করা যাবে না। অথচ যারা নিজেদের সর্বস্ব দিয়ে দেয়, তারাই থেকে যায় প্রদীপের নিচের অন্ধকারে।

{link}

বেলজিয়াম প্রথম তা উপলব্ধি করে বেশ কয়েক পা এগিয়ে গেলো। বেলজিয়ামে যৌনকর্মীদের জন্য যে আইন আনা হয়েছে, তার বলে এবার থেকে কর্মসংস্থানের শংসাপত্র দেওয়া হবে যৌনকর্মীদের। তাঁরা এবার থেকে পেনশন, মাতৃত্বকালীন ছুটি, স্বাস্থ্যবিমা, অসুস্থতাজনিত ছুটিও পাবেন। মূল লক্ষ্য কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং আইনি সুরক্ষা দেওয়া। সেই কারণেই ‘প্যানিক বাটন’-এর মতো সুবিধা আনা হচ্ছে। বিশ্বের আদিমতম জীবিকা দেহব্যবসাকে বৈধতে দেওয়া, তার জন্য আইন আনা নিয়ে দ্বিমত রয়েছে। অনেকে এই আইনের বিরোধিতা করলেও এটা তো ঠিক যে এতে যৌন কর্মীরা অনেকটাই সমাজের মূল স্রোতে আসবে।

{ads}

News Breaking News Belgium sex workers সংবাদ

Last Updated :