header banner

Shehbaz Sharif : শাহবাজের মুখে অপারেশন সিঁদুরের স্বীকৃতি

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : এই মুহূর্তে ভারত পাকিস্তান যুদ্ধ বিরতি চলেছে। সেই সময় সামনে আসলো এই বিশেষ খবর। ঘড়ির কাঁটায় তখন রাত আড়াইটে। সেই গভীর রাতেই বেজে উঠেছিল পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের (Shehbaz Sharif) ফোন। উলটো দিকে সেনাপ্রধান আসিম মুনির। শাহবাজকে সেই সময়ই তিনি জানান ভারতের অপারেশন সিঁদুরের কথা।

{link}

জানিয়ে দেন, আক্রান্ত হয়েছে পাকিস্তানের বিমানঘাঁটিগুলি! শুক্রবার ইসলামাবাদে পাকিস্তান মনুমেন্টে এক অনুষ্ঠানে নিজেই সেই মুহূর্তটার বর্ণনা দিলেন শাহবাজ। তাঁকে বলতে শোনা গিয়েছে, ”জেনারেল মুনির আমাকে ফোন করেন রাত আড়াইটেয়। জানিয়ে দেন স্ট্রাইকের বিষয়টি। অত্যন্ত উদ্বেগের একটা মুহূর্ত ছিল সেটা।” বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য সেই ভিডিও শেয়ার করেছেন এক্স হ্যান্ডলে। অমিত লিখেছেন, ‘পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ নিজেই স্বীকার করলেন রাত আড়াইটের সময় জেনারেল আসিম মুনির তাঁকে ফোন করে খবর দিয়েছিলেন ভারত নুর খান বিমান ঘাঁটি ও আরও বহু জায়গায় হামলা চালিয়েছে।

{link}

অর্থাৎ মাঝরাতে প্রধানমন্ত্রীকে ঘুম থেকে তুলে এই খবর দেওয়া হয়েছিল। যা অপারেশন সিঁদুরের গভীরতা, সাহসিকতারই পরিচয় দেন।’ উল্লেখ্য, ২২ এপ্রিল পহেলগাঁও হামলার পর গত ৬-৭ মে পাকিস্তানে জঙ্গিদের আঁতুড়ঘরে অপারেশন সিঁদুর শুরু করে ভারত। ২৩ মিনিটের এই অভিযানে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়। মৃত্যু হয় শতাধিক জঙ্গির।

{ads}

News Breaking News Shehbaz Sharif Pakistan Operation Sindoor সংবাদ

Last Updated :