header banner

Bangladesh : ভাঙ্গা মেট্রো স্টেশন দেখে কেঁদে ফেললেন শেখ হাসিনা

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : বাংলাদেশে (Bangladesh) উদভ্রান্তের মতো কেটেছে গত কয়েকদিন। মৃতের সংখ্যা প্রায় ২০০। সরকারি সম্পত্তির ক্ষতি হয়েছে বিপুল। তেমনই ভেঙে ফেলা হয়েছে একাধিক মেট্রোস্টেশন। কোটা (Quota)-বিরোধী আন্দোলনের সময় ভাঙচুর চালানো হয়েছিল মেট্রো স্টেশনে। সেই মেট্রো স্টেশনে (Metro station) পরিদর্শনে এসে কেঁদে ফেললেন শেখ হাসিনা (Sheikh Hasina)।

{link}

বৃহস্পতিবার মীরপুর ১০ মেট্রো স্টেশনে আসেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। ঘুরে দেখেন স্টেশন চত্বর। কোথায়, কোথায় ভাঙচুর চালানো হয়েছে, সেটা ঘুরে দেখেন। সেইসময় আবেগতাড়িত হয়ে পড়েন বাংলাদেশের প্রধানমন্ত্রী। হাসিনা বলেন যে ‘১৫ বছর ধরে আমি এই দেশটাকে গড়ে তুলেছি। আমি মানুষের জন্য কী কাজটা করিনি? আমরা যে যে কাজ করেছি, সেটার ফায়দা কারা পাচ্ছেন? আমি কি মেট্রোয় চড়ি? শুধুমাত্র কি সরকারি অফিসাররা মেট্রোয় চড়েন? শুধু আমাদের মন্ত্রীরা কি মেট্রোয় চড়েন? নাকি বাস্তবটা হল যে সাধারণ মানুষ মেট্রোয় চড়েন?’সেই মেট্রোকে যারা এই অবস্থা করলো তারা জানেনা তারা দেশের কত ক্ষতি করলো।

{link}

হাসিনা বলেন, ছোট ছোট ছাত্র ছাত্রীদের দিয়ে যারা এই ধ্বংসলীলা চালালো তারা ক্ষমা পাওয়ার যোগ্য নয়। দেশের নয়া প্রযুক্তি ধ্বংস করে ওরা দেশের আগ্রগতিকে আটকাতে চাইছে। এই জিনিস মেনে নেওয়া যায় না। হাসিনার দাবি, কোটা নিয়ে পড়ুয়াদের দাবিপূরণ হয়ে গিয়েছে। তারপরও কেন আন্দোলন চালিয়ে যাওয়া হচ্ছে? ওঁদের দাবি লাগাতার পালটে যাচ্ছে। আর সেটার কারণেই এরকম ধ্বংসলীলা চলছে বলে অভিযোগ করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

{ads}

News Breaking News Sheikh Hasina PM Politics Politician Bangladesh Metro station Quota Andolon Student সংবাদ

Last Updated :