header banner

Purnam Saw : শুভেন্দুর আশ্বাস, সুস্থ আছেন পূর্ণম

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : দিন কুড়ি হয়ে ভালো হুগলীর বিএসএফ কর্মী পাকিস্তানের হাতে। একাধিকবার দুই দেশের মধ্যে ফ্ল্যাগ মিটিং হলেও এখন পর্যন্ত পূর্ণমকে (Purnam Saw) তারা ছাড়ে নি। এই অবস্থায় একটা সুখবর দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি জানান, পূর্ণমের বিষয়ে বিএসএফের ডিজি দলজিৎ সিং চৌধুরির সঙ্গে কথা বলেছেন তিনি।

{link}

পূর্ণমের পরিবারকে আশ্বস্ত করে শুভেন্দু বলেন, সুস্থ রয়েছেন হুগলির এই জওয়ান। সংবাদে প্রকাশ,গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরপরই পাঠানকোটে ডিউটিরত বিএসএফের কনস্টেবল পূর্ণম কুমার সাউকে আটক করে পাকিস্তান রেঞ্জার্স। সীমান্তে ডিউটি করার সময় শরীর খারাপ লাগায় একটি গাছের ছায়ায় বসেছিলেন তিনি। বুঝতে পারেনি পাকিস্তানের মাটিতে চলে গিয়েছেন। তাঁকে আটক করে পাকিস্তান রেঞ্জার্স। পূর্ণমকে ছাড়াতে পাকিস্তানের সঙ্গে ফ্ল্যাগ মিটিংও করে ভারত। কিন্তু, পহেলগাঁওয়ের জঙ্গি হামলার পর দুই দেশের টানাপোড়েন বাড়ে। 

{link}

ভারতীয় সেনার অপারেশন সিঁদুরের পর সংঘাতের আবহ তৈরি হয়। এই পরিস্থিতিতে পূর্ণমকে ফেরত আনা আটকে যায়। হুগলির রিষড়ায় পূর্ণমের নাবালক ছেলে, অন্তঃসত্ত্বা স্ত্রী, বাবা-মা রয়েছেন। পূর্ণমের স্ত্রী রজনী সাউয়ের সঙ্গে এদিন ফোনে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রজনীর শারীরিক ও পারিবারিক অবস্থার কথা জানতে চান মুখ্যমন্ত্রী। পূর্ণমের বিষয়ে উদ্যোগী হয়েছেন বিধানসভার বিরোধী দলনেতাও। এদিন সাংবাদিক বৈঠকে শুভেন্দু বলেন, “আজকেই আমি বিএসএফের ডিজিকে ফোন করেছিলাম। যেহেতু সংঘর্ষবিরতির মতো পরিস্থিতি চলছে, তাঁরা আশ্বস্ত করেছেন, এই বিষয়ে দ্রুত ইতিবাচক সিদ্ধান্ত ও পদক্ষেপ করবেন। আমি পরিবারের কাছেও এই বার্তা পাঠিয়েছি।”

{ads}

News Breaking News Purnam Saw Suvendu Adhikari সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article