শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পরেই বিশ্বের সঙ্গে বাণিজ্য যুদ্ধ শুরু করেছেন। আর এবার আমেরিকার সামনে চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালো চিন ও কানাডা। সম্প্রতি চিনা পণ্যের উপর অতিরিক্ত শুল্ক বসানোর ঘোষণা করেছিল আমেরিকা। পালটা এবার মার্কিন পণ্যের উপর শুল্ক চাপাল বেজিং ও কানাডা। পাশাপাশি আমেরিকার উপর শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়েছে মেক্সিকোও। সব মিলিয়ে আমেরিকার (America) বিরুদ্ধে নিঃশব্দে ‘বাণিজ্যযুদ্ধ’-এ নামল চিন, কানাডা ও মেক্সিকো।
{link}
অতিরিক্ত কর বসিয়েছে ভারতীয় পণ্যের উপরেও। যদিও ভারতের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া দেওয়া হয় নি। ট্রাম্প স্পষ্টভাষায় জানিয়ে দিয়েছেন, যে দেশ আমেরিকার উপর শুল্ক চাপায়, তাদের উপর পালটা শুল্ক চাপাবে আমেরিকাও এবং এই শুল্ক ৩৫ শতাংশ পর্যন্তও হতে পারে বলে জানিয়ে দেন ট্রাম্প। সেইমতো কানাডা ও মেক্সিকোর উপর ২৫ শতাংশ শুল্ক চাপানো হয়। পাশাপাশি ১০ শতাংশ থেকে ২০ শতাংশ শুল্ক চাপানো হয় চিনা পণ্যের উপর। স্বাভাবিক কারণেই বিশ্ব বাণিজ্য অর্থনীতিতে একটা বড়ো ধাক্কা - এতে কোনো সন্দেহ নেই।
{link}
আমেরিকার এই নিয়ম কার্যকর হওয়ার দিনেই প্রত্যাঘাত দিতে দেখা গেল চিন ও কানাডাকে। মার্কিন ১০ শতাংশ শুল্কের পালটা মঙ্গলবার অর্থ মন্ত্রকের তরফে এক বিবৃতি প্রকাশ করা হয়েছে। যেখানে মার্কিন পণ্যের উপর ১০ থেকে ১৫ শতাংশ পর্যন্ত শুল্ক চাপানোর কথা বলা হয়েছে চিনের তরফে। আগামী ১০ মার্চ থেকে কার্যকর হবে এই নয়া নীতি। যেখানে, মার্কিন পণ্য চিনে বিক্রি করতে গেলে খরচ করতে হবে বাড়তি অর্থ। তবে মার্কিন পণ্যের উপর চিনের আমদানি শুল্ক বৃদ্ধির ঘটনা নতুন কিছু নয়। এর আগে আমেরিকা থেকে আসা কয়লা ও প্রাকৃতিক গ্যাসের উপর ১০ শতাংশ ও অপরিশোধিত তেল, কৃষি সরঞ্জাম, বড় গাড়িতে ১৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। সব মিলিয়ে পরিস্থিতি কিন্তু অনেকটাই আমেরিকার পরিপন্থী।
{ads}