header banner

Operation Sindoor : সিঁদুরের প্রতিশোধ সিঁদুর নিল

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : বুধবার মধ্যরাতে ভারতীয় বায়ুসেনা আঘাত হানলো পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি ঘাঁটিতে। এই অপারেশনের নাম দেওয়া হয়েছে -'অপারেশন সিঁদুর (Operation Sindoor)।' কর্নাটকের বাসিন্দা মঞ্জুনাথ ও পল্লবী তাঁদের ছোট সন্তানকে নিয়ে পহেলগাঁওয়ে (Pahalgam) গিয়েছিলেন।

{link}

জঙ্গিরা মঞ্জুনাথকে গুলি করে মারে। সেইসময় জঙ্গিদের পল্লবী বলেছিলেন, “তোমরা আমাকেও মেরে ফেল। কারণ তোমরা আমার স্বামীকেও মেরে ফেলেছ। তখন তাঁদের একজন জানায়,আমি তোমায় মারব না। এটা মোদীকে বলে দাও।” হিন্দু মহিলাদের কাছে সিঁদুরের গুরুত্ব অপরিসীম। আবার সিঁদুরের তিলক বীরত্বেরও প্রতীক। ভারতের যোদ্ধারা শত্রুকে নিধনে যাওয়ার সময় এই সিঁদুরের তিলক পরেন। জানা গিয়েছে, প্রধানমন্ত্রী মোদী ভারতীয় সেনার এই অভিযানের নাম অপারেশন সিঁদুর রাখার জন্য বলেন। সেইমতো এই অভিযানের নাম রাখা হয় অপারেশন সিঁদুর। এই অভিযানের নাম অপারেশন সিঁদুর রাখা নিয়ে নিহতদের পরিজনরা বলছেন, ভারতীয় সেনা মহিলাদের সম্মান জানাল।

{link}

জঙ্গি হামলার উপযুক্ত জবাব দেওয়ায়ও খুশি তাঁরা। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হুঙ্কার দিয়েছিলেন, হামলাকারী ও ষড়যন্ত্রীরা ছাড়া পাবে না। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ১৫ দিনের মাথায় প্রত্যাঘাত করল ভারতীয় সেনা। গুঁড়িয়ে দিল একাধিক জঙ্গি ঘাঁটি। কমপক্ষে ১০০ জঙ্গিকে নিকেশ করা হয়েছে। ভারতীয় সেনা যেন জঙ্গিদের বার্তা দিল, যাও শেহবাজকে বলো…। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ (Shehbaz Sharif) ভারতীয় সেনার নির্ভুল প্রত্যাঘাতের পর ফুঁসছেন।

{ads}

 

News Breaking News Operation Sindoor সংবাদ

Last Updated :