header banner

International News : ভারতে বিরাট লগ্নি করতে প্রস্তুত সিঙ্গাপুরের ব্যবসায়ীরা

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রীর সিঙ্গাপুর (Singapore) সফরে প্রচুর উন্মাদনা তৈরী হয়েছে সিঙ্গাপুরে বসবাসকারী প্রবাসী ভারতীয়দের মধ্যে। তারসঙ্গে এগিয়ে এসেছেন সিঙ্গাপুরের বণিক সভার একটা বড়ো অংশ। তারা মনে করেন এটা ভারতে লগ্নি করার আদর্শ সময়। এদিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করলেন সিঙ্গাপুরের শীর্ষস্থানীয় ব্যবসায়িক নেতারা।

{link}

এঁদের মধ্যে ছিলেন, ব্ল্যাকস্টোন সিঙ্গাপুর, টেমাসেক হোল্ডিংস, সেম্বকর্প ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ক্যাপিটাল্যান্ড ইনভেস্টমেন্ট, এসটি টেলিমিডিয়া গ্লোবাল ডেটা সেন্টার এবং সিঙ্গাপুর এয়ারওয়েজের সিইও। সকলের মধ্যেই ছিল প্রচুর উৎসাহ। তাঁরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর সঙ্গে সঙ্গে ভারতে ব্যবসা প্রসার করার কথা জানান। তার আগে ৫ তারিখ নরেন্দ্র মোদী (PM Modi) আলোচনা করেন সিঙ্গাপুরের বিভিন্ন সরকারি প্রতিনিধির সঙ্গে। সিঙ্গাপুরের সেমিকন্ডাক্টর ইকোসিস্টেমের সঙ্গেও পরিচিত হন প্রধানমন্ত্রী মোদী।

{link}

সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওং (Lawrence Wong)-এর সঙ্গে এদিন তিনি সেই দেশের একটি সেমিকন্ডাক্টর কারখানাও পরিদর্শন করেন। সোশ্যাল মিডিয়ায় (Social Media) তিনি লিখেছেন, “সেমিকন্ডাক্টর এবং প্রযুক্তি ভারত-সিঙ্গাপুর সহযোগিতার এক গুরুত্বপূর্ণ দিক। এটি এমন একটি সেক্টর যেখানে ভারত তার উপস্থিতি জানান দিচ্ছে। আজ, প্রধানমন্ত্রী ওং এবং আমি এইএম হোল্ডিংস লিমিটেডের কারখানা পরিদর্শন করেছি।"  তিনি বুধবার ব্রুনেই (Brunei) সফর শেষ করে সিঙ্গাপুরে উড়ে এসেছিলেন। সিঙ্গাপুরের ভারতীয় সম্প্রদায় তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানায়। বৃহস্পতিবার সিঙ্গাপুর পার্লামেন্ট হাউসে (Parliament House) প্রধানমন্ত্রী মোদীকে এক আনুষ্ঠানিক স্বাগত জানানো হয়।

{ads}

News Breaking News India PM Modi Lawrence Wong Singapore PM Social Media International News Brunei Parliament House Politics Politician সংবাদ

Last Updated :