header banner

China : চীনে বিমানে গন্ধ বিতর্ক

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : একজন বলছেন অন্যজনের গায়ে দুর্গন্ধ আর অন্যজন বলছেন, তার পারফিউমের উগ্র গন্ধ। তারপরে ভয়ঙ্কর ঘটনা। দুই মহিলার হাতাহাতি থামাতে এগিয়ে গেলেন এক বিমানকর্মী। কিন্তু তাঁরই হাতে সটান কামড় বসিয়ে দিলেন এক মহিলা! ধুন্ধুমারের জেরে দু’ঘণ্টা রানওয়েতেই আটকে রইল বিমান।

{link}

আজব ঘটনাটি ঘটেছে চিনের শেনজেন বাও’আন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে (Shenzhen Bao'an International Airport)। গত মঙ্গলবার শেনজেন এয়ারলাইন্সের বিমানে আচমকাই হাতাহাতি বেঁধে যায়। জানা গিয়েছে, এক মহিলা অভিযোগ করেন, তাঁর পাশের সিটে যে মহিলা বসেছেন তাঁর গায়ে নাকি বেজায় দুর্গন্ধ। সেই শুনে মহিলা যাত্রী তো রেগে কাঁই! পালটা অভিযোগ আনলেন, অভিযোগকারিণী যে পারফিউম ব্যবহার করেন সেটার গন্ধ নাকি খুব চড়া।

{link}

এই 'গন্ধ' ইস্যুতে বিমান দাঁড়িয়ে রইলো দু'ঘন্টা। ঝগড়া হতে হতে হাতাহাতি বেঁধে যায় দুই মহিলা যাত্রীর। বেগতিক দেখে থামাতে আসেন বিমানকর্মীরা। এগিয়ে আসেন অন্য যাত্রীরাও। কিন্তু তাতেও থামানো যায়নি দুই মহিলাকে। উলটে এক যাত্রী কামড় বসিয়ে দেন বিমানকর্মীর হাতে। ‘যুদ্ধ’ থামাতে গিয়ে আঁচড়ও খেতে হয় বিমানকর্মীকে। শেষ পর্যন্ত পুলিশ ডাকতে হয় পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। বিমান থেকে সব যাত্রীকে নামিয়ে দেওয়া হয়। আটক করা হয় দুই মহিলাকে।

{ads}

News Breaking News China airport সংবাদ

Last Updated :