header banner

Canada news: খালিস্তানপন্থী ভারত বিরোধী কিছু উগ্রপন্থী

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক :  কানাডা ও ভারতের সম্পর্ক একদম তলানিতে এসে ঠেকেছে। তার মূল কারণ 'খালিস্তানপন্থী ভারত বিরোধী কিছু উগ্রপন্থী'। এই কারণেই কানাডার প্রধানমন্ত্রী দেশের ভিতরেই সমালোচনার মুখে পরেছেন। খলিস্তানি জঙ্গিরা জাস্টিন ট্রুডোর ঘনিষ্ঠ বন্ধু। বিস্ফোরক দাবি করলেন কানাডা থেকে ‘বিতাড়িত’ ভারতীয় কূটনীতিক সঞ্জয়কুমার বর্মা। সদ্যপ্রাক্তন হাইকমিশনার আরও বলেন, কানাডায় থাকাকালীন লাগাতার প্রাণনাশের হুমকি পেয়েছিলেন তাঁরা। তা সত্ত্বেও পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করেনি ট্রুডোর প্রশাসন।

{link}

স্বাভাবিক কারণেই ভারত সরকার তার নিরাপত্তার কথা ভেবে তাকে ভারতে ফিরিয়ে আনেন। কোনো প্রমাণ ছাড়াই কানাডার এক তদন্তকারী সংস্থা দাবি করে, হরদীপ সিং নিজ্জর খুনের মামলায় ভারতীয় হাই কমিশনার সঞ্জয়কুমার বর্মা ‘স্বার্থ সম্পর্কিত ব্যক্তি’। কূটনৈতিক রক্ষাকবচ থাকায় তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করা হয়নি। তার পরেই কানাডা সরকারের নিশানায় থাকা ভারতীয় রাষ্ট্রদূত সঞ্জয়কুমার বর্মা ও অন্যান্য কূটনীতিকদের দেশে ফেরার নির্দেশ দেয় ভার‍ত। দেশে ফিরে একের পর এক বিস্ফোরক দাবি করেছেন সঞ্জয়কুমার বর্মা। তাঁর কথায়, “জাস্টিন ট্রুডোর বহু বন্ধু আছে যারা ভারতবিরোধী খলিস্তানি জঙ্গি। ওটাই তাঁর বন্ধুবৃত্ত। ২০১৮ সালে তিনি যখন ভারত সফরে এসেছিলেন তখন সকলেই দেখেছিল কী ঘটেছে।” ট্রুডোর প্রশাসনকে তোপ দেগে সঞ্জয় আরও বলেন, “বারবার আমাদের হুমকি দেওয়া হয়েছিল।

{link}

তার পরে তিনজনের জন্য সামান্য নিরাপত্তা দেয় কানাডা। কিন্তু তার বাইরেও অনেকে ছিলেন।” নিজ্জর খুনের অভিযোগ নিয়ে সঞ্জয় বলেন, কানাডার তরফে আইনসম্মত কোনও প্রমাণ পেশ করা হয়নি ভারতের কাছে। ট্রুডোর সরকারও জানিয়েছে যে নিজ্জর খুনে ভারতের ভূমিকা নিয়ে গোয়েন্দা অনুমান ছাড়া কোনও পর্যাপ্ত প্রমাণ নেই। এই পরিস্থিতিতে দেশের অভ্যন্তরে তার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ পাচ্ছে।

{ads}

news breaking news canada news india khalistan canadian president সংবাদ

Last Updated :