header banner

Sonia Gandhi: হঠাতই অসুস্থ বর্ষীয়ান কংগ্রেস নেত্রী! ভর্তি করা হয়েছে হাসপাতালে

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: গত বেশ কিছুদিন ধরেই বার বার অসুস্থ হয়ে পড়ছেন সোনায় গান্ধী। তাঁর অসুস্থতার কারণে খুবই উদ্বেগের মধ্যে আছে কংগ্রেস শিবির। আবারও তিনি অসুস্থ। সোমবার সন্ধ্যায় দিল্লির গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, বর্তমানে চেস্ট স্পেশালিষ্টের নজরদারিতে রয়েছেন তিনি। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা যাচ্ছে। জানা যাচ্ছে, শারীরিক সমস্যা হঠাৎ বেড়ে যাওয়ায় কারণে সোমবার সন্ধ্যায় দিল্লির হাসপাতালে ভর্তি করা হয় সোনিয়াকে। তবে ঠিক কী সমস্যা তা সরকারি ভাবে না জানানো হলেও হাসপাতাল সূত্রে খবর, কাসির সমস্যা হঠাৎ বেড়ে যাওয়ার কারণে রুটিন চেকআপের জন্য আসেন তিনি। দিল্লিতে প্রবল দূষণের জেরে নানান শারীরিক সমস্যা দেখা দিয়েছে তাঁর।

{link}

দিল্লির প্রবল দুষণ মানুষকে উদ্বিগ্ন করে তুলেছে। বর্তমানে চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে সোনিয়াকে। তবে তাঁকে নিয়ে উদ্বেগের কারণ নেই বলেই খবর হাসপাতাল সূত্রে। আপাতত সোনিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ৭৮ বছরের সোনিয়া। বিভিন্ন শারীরিক সমস্যার চিকিৎসা করাচ্ছেন তিনি। এর আগে দুবার কোভিডেও আক্রান্ত হয়েছেন। কোভিড থেকে সেরে উঠলেও নানা শারীরিক জটিলতায় ভুগতে হচ্ছে প্রাক্তন কংগ্রেস সভানেত্রীকে। গত বছর শিমলায় বেড়াতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন প্রাক্তন কংগ্রেস সভানেত্রী। সেবার তড়িঘড়ি শিমলার ইন্দিরা গান্ধী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

{ads}

Rahul Gandhi Sonia Gandhi News Bengali News West Bengal News Sonia Gandhi Health News Today INC Indian National Congress সংবাদ কংগ্রেস রাজনীতি

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article